শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

তৈরি উত্তর দিনাজপুর, রাত পোহালেই ৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ



কৌশিক চট্টোপাধ্যায়, রায়গঞ্জ :- আগামীকাল রবিবার রাজ্যেবিধান সভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধান সভার ৬৪ জন প্রার্থী ভাগ্য নির্ধারন হতে চলেছে আগামীকাল। শনিবার সকাল থেকেই জেলার  ডিসি/আর সি কেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক এবং ইসলামপুর কলেজে ভোট কর্মীরা তাদের নির্বাচন সংক্রান্ত যাবতীয় জিনিষপত্র নিয়ে তাদের নির্দিষ্ট ভোট গ্রহন কেন্দ্রের যেতে শুরু করেছেন ।
জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আগামীকাল রবিবার নির্বাচনে অংশ নিতে চলেছেন ৬৪ জন প্রার্থী। মোট ভোটারের সংখ্যা ১৮,৮১,৬৩৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ৯,৮৪,৭৮৬ জন এবং মহিলা ভোটার ৮,৯৬,৭৯৭ জন। এবছর নতুন ভোটারের সংখ্যা ৭৩,১২৪ জন। গোটা জেলায় ১৯৫০ টি বুথে ভোট গ্রহন করা হবে। গোটা জেলার মধ্যে ৮১ টি মডেল বুথ তৈরি করা হয়েছে। এই সব বুথে ভোটারদের জন্য  পানীয়জলের ব্যবস্থা, লাইনে দাঁড়িয়ে প্রখর রোদে যাতে কষ্ট না হয় তার জন্য  মাথার ওপর শেডের ব্যবস্থা, ফ্যানের ব্যাবস্থা সহ বিভিন্ন রকম স্বাচ্ছন্দের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া গোটা জেলায় ১৪ টি মহিলা পরিচালিত বুথ তৈরি করা হয়েছে। এর মধ্যে কালিয়াগঞ্জ ব্লকে ০৭ টি এবং ইসলামপুরে ০৭ টি। এই বুথ গুলিতে সমস্থ কাজ মহিলা দ্বারাই পরিচালিত হবে। জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর জানালেন, নির্বাচনকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোটা জেলায় মজুত করা হয়েছে। ইতি মধ্যেই তারা ভোট গ্রহন কেন্দ্রে পৌছে গেছেন। আগামী কালের নির্বাচনে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ।

কোন মন্তব্য নেই: