শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক সিআইএসএফ জওয়ান




কৌশিক চট্টোপাধ্যায়, রায়গঞ্জ :- এক সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের( সি আই এস এফ) জওয়ান নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ থানা এলাকায়। প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ জওয়ানের নাম চন্দ্র গোধ। শুক্রবার বিকেলে তিনি কালিয়াগঞ্জ থানা এলাকায় রাস্তায় ডিউটি করছিলেন। শুক্রবার বিকেল থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। শনিবার কালিয়াগঞ্জ থানায় তার নিখোঁজ ডাইরি করেন সিআইএসএফের এক আধিকারিক।
জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর জানান, কিভাবে ওই জওয়ান আচমকা নিখোঁজ হয়ে গেলেন সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই: