বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

শহরে নাসিমের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ



কলকাতা:
  শহরে পৌঁছল নাসিম জাইদির নেতৃত্বের কমিশনের ফুল বেঞ্চ। আজ বৃহস্পতিবার দফায় দফায় কখনও রাজনতিকদলের নেতাদের সঙ্গে আবার কখনও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কমিশনের। প্রথম দফার দুটি পর্যায়ে যেভাবে সন্ত্রাস, ছাপ্পার অভিযোগ তুলেছে বিরোধীরা, তা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে। এমনকি পুলিশ প্রশাসনের ভূমিকাও যেখানে প্রশ্নের মুখে সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে কমিশনের। বৈঠক হবে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও। বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নাসিম জাইদির।

কোন মন্তব্য নেই: