শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

কলকাতা-দিল্লির লড়াইতে জয়ী ডেয়ারডেভিলস

ন’বল বাকি থাকতে ২৭ রান দূরেই থেমে গেল কলকাতার ব্যাটিং৷

১৮.৩ ওভারে আউট হলেন উমেশ যাদব৷ 

১৮.২ বলে রান আউট হয়ে ডাগ আউটে ফিরলেন সুনীল নারিন৷ 

আউট হয়ে গেলেন রবিন উথাপ্পা৷ মরিসের এক ওভারেই জোড়া ধাক্কা৷ ৭২ রানে ডাগ-আউটে ফিরলেন রবিন৷ কলকাতা- ১৭.৪ ওভারে ১৫৩/৮৷

হোল্ডার আউট! প্রথম বলেই শূন্য রানে রানআউট হলেন জেসন হোল্ডার৷ জয়ের জন্য প্রয়োজন ১৬ বলে ৩৫ রান৷
নাইটদের জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ৩৬ রান৷
রাসেল আউট! অমিত মিশ্রের ওভারে ১৫ রান নেওয়ার পর শেষ বলে আউট হলেন ক্যারিবিয়ান তারকা৷
১৬ ওভার শেষে নাইটদের রান পাঁচ উইকেটে ১৩৬৷ জয়ের জন্য প্রয়োজন ২৪ বলে ৫১৷

ছয় মেরে অর্ধ-শতরান পূর্ণ করলেন রবিন উথাপ্পা৷

রাজাগোপাল সতীশও আউট৷ ফের একটি উইকেট পেলেন বার্থওয়েট৷ ৬ রানে আউট হলেন সতীশ৷ কলকাতা- ১০৭/৫৷ জয়ের জন্য প্রয়োজন ৩৮ বলে ৭৯৷

সূর্যকুমার যাদব আউট! শ্রেয়স আয়ারের দুর্দান্ত ক্যাচে ১৩ বলে ২১ রান করে আউট সূর্য৷ কেকেআর ৯৪/৪৷
দশ ওভার শেষে কেকেআরের রান তিন উইকেটে ৮৮৷ ক্রিজে উথাপ্পা (৩৬) ও সূর্যকুমার যাদব (২০)

আট ওভার শেষে কেকেআরের রান তিন উইকেটে ৫৮৷ ক্রিজে উথাপ্পা (৩২) ও সূর্যকুমার যাদব (১)  

পাঠান আউট! ৭.৪ ওভারে বার্থওয়েটের বলে ১০ রান বানিয়ে ডাগ-আউটে ফিরলেন ইউসুফ৷
  
পাওয়ার প্লে (৬)-এর শেষে কেকেআরের রান দু’উইকেটে ৪৩৷ ক্রিজে উথাপ্পা (২০) ও ইউসুফ পাঠান (৮)  

আউট পীযূস! মাত্র আট রান করে জাহির খানের দ্বিতীয় শিকার হলেন তিনি৷ কেকেআর- ৩৩/২৷

তিন নম্বরে ব্যাট করতে এলেন পীযূস চাওলা৷ চার ওভার শেষে নাইটদের রান এক উইকেটে ২৮৷

গম্ভীর আউট! কেকেআর অধিনায়ককে ব্যক্তিগত ছ’রানের মাথায় আউট করলেন দিল্লি অধিনায়ক জাহির খান৷ নাইট রাইডার্স ২১/১৷

খেলা শুরু৷ ব্যাটিং করতে ক্রিজে গম্ভীর ও উথাপ্পা৷ প্রথম ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে পাঁচ৷

কুড়ি ওভার শেষে  দিল্লির রান ছ’উইকেটে ১৮৬৷ জয়ের জন্য কেকেআরের সামনে ১৮৭ রানের লক্ষ্যমাত্রা৷

বিস্ফোরক বার্থওয়েট আউট! ইনিংসের চার বল বাকি থাকতে ১১ বলে ৩৪ রান করে রাসেলের বলে আউট ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক৷

১৯ ওভার শেষে দিল্লির রান ১৭৬/৬৷

ফের দিল্লি শিবিরে আঘাত হানলেন উমেশ৷ ৩৪ বলে ৫৪ রান করা বিলিংসকে বোল্ড করলেন তিনি৷ দিল্লি- ১৭৪/৬৷

টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক কার্লোস বার্থওয়েট স্ব-মূর্তিতে৷ পাঁচ বলে ১৭ রান করে ক্রিজে রয়েছেন তিনি৷ অন্যদিকে হগকে ছয় মেরে অর্ধ-শতরান পূর্ণ করলে স্যাম বিলিংস৷ ১৮ ওভারে দিল্লি- ১৬৩/৫৷

১৭ ওভারের শেষে দিল্লি- ১৪৫/৫৷

১৭ তম ওভারে নায়ার ও মরিসকে আউট করে নাইটদের ম্যাচে ফেরালেন উমেশ যাদব৷ 

চতুর্থ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ করার পরের বলেই আউট নায়ার৷ ৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলার পর উমেশের বলে ডাগ-আউটে ফিরলেন৷ 

১৬ ওভারের পর দিল্লি ১৩১/৩৷

১৫ তম ওভারে নারিনের বলে ১৪ রান নিলেন করুন নায়ার৷ যার মধ্যে রয়েছে তিনটি চার৷ দিল্লি- ১২০/৩৷

১৪ ওভারের পর বিলিংস-নায়ার জুটিতে ভর করে ডেয়ার ডেভিলসের রান ১০৬/৩৷

শুরুর ধাক্কা কাটিয়ে খেলায় ফিরছে দিল্লি৷ ১২ ওভার শেষে তাঁদের রান তিন উইকেটে ৯৩৷ 

ন’ওভার শেষে দিল্লির রান তিন উইকেটে ৬১৷ ক্রিজে করুন নায়ার (৩০) ও স্যাম বিলিংস (১০)৷

পাওয়ার-প্লে (৬ ওভার) শেষে দিল্লির রান তিন উইকেটে ৩৭৷

পাঁচ ওভার শেষে দিল্লির রান তিন উইকেটে ৩২৷

দিল্লির তৃতীয় উইকেটের পতন! নিজের প্রথম ওভারেই সঞ্জু স্যামসনের উইকেট পেলেন সুনীল নারিন৷ ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷

তৃতীয় ওভারের পর দিল্লির সংগ্রহ ২৩/২৷

দু’ওভার শেষে দিল্লির রান দু’উইকেটে ১৩৷ 

দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারকে পরপর দু’বলে দু’টি চার মারলেন সঞ্জু স্যামসন৷

প্রথম ওভার শেষে দিল্লির রান দু’উইকেটে দুই রান৷

ফের উইকেট!! রাসেলের প্রথম ওভারের পঞ্চম বলে আউট ডি’কক৷ মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷

শ্রেয়শ আয়ার আউট! ম্যাচের প্রথম ওভারেই দিল্লি শিবিরে আঘাত হানলেন আন্দ্রে রাসেল৷ তাঁর বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন আয়ার৷

খেলা শুরু৷ প্রথম ওভারে বল করছেন আন্দ্রে রাসেল৷

দুদলের প্রথম একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর(অধিনায়ক), রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, আর সতীশ, উমেশ যাদব, সুনীল নারিন, জেসন হোল্ডার, পীযূস চাওলা ও ব্যাড হগ৷

দিল্লি ডেয়ারডেভিলস: কুইন্টন ডি কক, শ্রেয়স আয়ার, করুন নায়ার, স্যাম বিলিংস, ঋষভ পন্থ, কার্লোস বার্থওয়েট, ক্রিস মরিস, অমিত মিশ্র, জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি৷

টস জিতে দিল্লির বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঘরের মাঠে ন’উইকেটে জাহির খানদের হারানোর পর ফের একবার তাঁদের বিরুদ্ধে নামছে কলকাতা৷ মুম্বইয়ের বিরুদ্ধে হার ভুলিয়ে জয়ে ফিরতে মরিয়া কেকেআর৷ দলে তিনটি পরিবর্তন করেছেন গম্ভীর অ্যান্ড কোং৷ ক্রিস লিন, সাকিব আল হাসান ও জয়দেব উনাদকাটের পরিবর্তে জেসন হোল্ডার, পীযূস চাওলা ও ব্যাড হগ দলে এসেছেন৷ অন্যদিকে, দিল্লিও দলে চারটি পরিবর্তন করেছে৷ বাংলার পেসার মহম্মদ শামিকে দলে নিয়েছে দ্রাবিড়ের থিঙ্ক ট্যাঙ্ক৷



কোন মন্তব্য নেই: