সোমবার, ২ মে, ২০১৬

বেঙ্গালুরু বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতল কেকেআর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-২০ ওভারে ১৮৫/৭৷    কলকাতা নাইট রাইডার্স- ১৯.১ ওভারে ১৮৯/৫ ( পাঠান ৬০* ও সূর্যকুমার যাদব ১০*) 
কলকাতা নাইট রাইডার্স পাঁচ উইকেটে জয়ী৷

১৯.১ ওভার- শেষ বলে চার মেরে দলকে জেতালেন সূর্যকুমার যাদব৷ পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কেকেআর৷২৯ বলে ৬০ রান করে অপরাজিত রয়ে গেলেন ইউসুফ পাঠান৷ 
১৮.১- অর্ধ-শতরান পূর্ণ করলেন পাঠান৷
১৭.৩ ওভার- রাসেল আউট৷২৪ বলে ৩৯ রান বানিয়ে চাহালের বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
১৬ ওভার- ওয়াটোর ওভারে ২৪ রান নিলেন পাঠান৷
১৫ তম ওভারে ১৮ রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷
১০.১ ওভার- মনীশ পাণ্ডে আউট! ওয়াটসনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত আট রানের মাথায় আউট হলেন তিনি৷
৯ ওভার- শ্রীনাথ অরবিন্দের বলে ৩৭ রানে আউট গম্ভীর৷ এলবিডব্লুউ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷
শামসির ওভার থেকে ১৫ রান নিল কেকেআর৷ কলকাতা- ৭ ওভারে ৫২/২৷
৪.৪ ওভার- ক্রিস লিন আউট! চাহালের অসাধারণ বলে ১৫ রানে বোল্ড লিন৷ ক্রিজে এলেন মনীশ পাণ্ডে৷
৩.৩ ওভার- ক্রিস লিনকে আউট করার সুযোগ হাতছাড়া করল আরসিবি৷
আউট উথাপ্পা! এক রানে ষ্টুয়ার্ট বিনির বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷ক্রিজে এলেন ক্রিস লিন৷
ব্যাট করতে নামলেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷
কলকাতা নাইট রাইডার্সের সামনে লক্ষ্যমাত্রা ১৮৬ রান৷
২০ ওভারে আরসিবি সাত উইকেটে ১৮৫৷
১৯.৬ ওভার- ইনিংসের শেষ বলে আউট ওয়াটসন৷২১ বলে ৩৪ রান করলেন ওয়াটো৷
১৯.৫ ওভার- ষ্টুয়ার্ট বিনি আউট৷ মাত্র চার বলে ১৬ রান করে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
১৯ ওভার- রাসেলের ওভার থেকে আসল ১৩ রান৷ কিন্তু শেষ বলে ব্যক্তিগত ১৬ রানে কট অ্যান্ড বোল্ড হলেন সচিন বেবি৷ 
১৮ ওভার- উমেশের ওভার থেকে ২৩ রান নিলেন বেঙ্গালুরু ব্যাটসম্যানরা৷ আরসিবি ১৫৪/৪৷
১৭ ওভার- আরসিবি চার উইকেটে ১৩১৷
১৬.৪ ওভার- এবার আর শেষরক্ষা হল না৷মর্কেলের বলেই ৫২ রানে ক্যাচ-আউট হলেন কোহলি৷ আরসিবি ১২৯/৪৷
১৬.৩ ওভার- গম্ভীরের হাতে ক্যাচ দিয়ে বেঁচে গেলেন আরসিবি অধিনায়ক৷
১৬.১ ওভার- অর্ধ-শতরান পূর্ণ করলেন কোহলিও৷
১৫ ওভার শেষে বেঙ্গালুরুর রান তিন উইকেটের বিনিময়ে ১১২৷
১৩.৪ ওভার:- আউট এবি ডিভিলিয়ার্স! চাওলার বলে এলবিডব্লুউ আউট হলেন তিনি৷মাত্র চার রান বানিয়ে ডাগ-আউটে ফিরতে হল প্রোটিয়া ব্যাটসম্যানটিকে৷আরসিবি- ১০৯/৩৷ 
১৩ ওভার শেষে আরসিবি ১০৬/২
আউট লোকেশ রাহুল! চাওলার বলে ওভার-বাউন্ডারি মারতে গিয়ে পাঠানের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷ আরসিবি- ১১.১ ওভারে ৯২/২৷
নারিনের ওভার থেকে ১৪ রান নিলেন আরসিবি ব্যাটসম্যানরা৷কোহলিদের স্কোর- ১১ ওভারে ৯২/১৷
অর্ধশতরান পূর্ণ করলেন লোকেশ রাহুল৷
শুরুতেই গেইলকে হারালেও কোহলি-রাহুল জুটি আরসিবিকে টানছে৷১০ ওভার শেষে আরসিবি ৭৯/১৷
আট ওভার শেষে কোহলিদের সংগ্রহ এক উইকেটে ৬০৷
পাঁচ ওভার: প্রাথমিক ধাক্কা সামলে ধীরে-ধীরে কোহলি-রাহুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে আরসিবি৷
ক্রিজে এলেন অধিনায়ক কোহলি৷
১.৩ ওভার: গেইল আউট৷ছয় মেরে পরের বলেই আউট হয়ে গেলেন ক্যারিবিয়ান দৈত্য৷সাত বলে সাত রান করে মর্কেলের বলে উথাপ্পার হাতে ক্যাচ আউট হলেন তিনি৷
খেলা শুরু...
ক্রিজে এলেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল
কেকেআর অধিনায়ক হিসেবে সেঞ্চুরি ম্যাচে খেলবেন গম্ভীর৷কেকেআর ক্যাপ্টেনের এটা শততম ম্যাচ৷
দু’দলেই পরিবর্তন এনেছেন অধিনায়করা৷
কেকেআর: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, উমেশ যাদব, সুনীল নারিন, মর্নি মর্কেল৷(হজ,শাকিব ও সতীশের পরিবর্তে লিন, মর্কেল ও পাণ্ডে)
আরসিবি: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, সচিন বেবি, স্টুয়ার্ট বিনি, লোকেশ রাহুল, বরুণ অ্যারন, এস অরবিন্দ, ওয়াইএস চাহাল, টি শামসি( রিচার্ডসন, যাদব, প্যাটেলের পরিবর্তে গেইল, অরবিন্দ ও রসুল)

কোন মন্তব্য নেই: