বুধবার, ৪ মে, ২০১৬

নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব LIVE

 
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ১৬৪/৩       কিংস ইলেভেন পঞ্জাব- ২০ ওভারে ১৫৭/৯ 

কলকাতা নাইট রাইডার্স সাত রানে জয়ী৷

শেষ বলে দরকার ন’রান৷কিন্তু এল মাত্র এক৷

আউট স্বপ্নিল সিং৷ শেষ ওভারের পঞ্চম বলে রাসেলের চতুর্থ শিকার হলেন তিনি৷

আউট গুরকিরত সিং৷পরের বলেই দু’রান নিতে গিয়ে রান আউট হলেন তিনিও৷

আউট অক্ষর প্যাটেল৷সাত বলে ঝোড়ো ২১ রান করা বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিজের বলেই রান আউট করলেন রাসেল৷

অন্তিম ওভারে পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১২ রান৷  
মিলার আউট! ১৮ বলে ১৩ রান করে রাসেলের তৃতীয় শিকার হলেন ‘কিলার মিলার’৷

ম্যাক্সওয়েল আউট! কেকেআরকে ম্যাচে ফেরালেন পীযূস চাওলা৷৪২ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডাগ-আউটে ফিরলেন ম্যাক্সওয়েল৷  
 
অর্ধ-শতরান পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল৷

পঞ্জাবের চতুর্থ উইকেটের পতন৷২৪ রানে চাওলার বলে বোল্ড ঋদ্ধিমান সাহা৷ 

পাওয়ার প্লে শেষে কিংসদের রান তিন উইকেটে ৩৭

পরের ওভারের প্রথম বলেই আউট পঞ্জাব অধিনায়ক বিজয়ও৷ তাঁর সংগ্রহ মাত্র ছ’রান৷মর্কেলের বলে আউট হলেন বিজয়৷

  রাসেলের বলে শূন্য রানে আউট হলেন তিন নম্বরে নামা মনন ভোরা৷

প্রথম ওভারের চতুর্থ বলেই স্টোইনিসকে শূন্য রানে ডাগ-আউটে পাঠালেন আন্দ্রে রাসেল৷


 ব্যাট করতে নামলেন পঞ্জাবের দুই ওপেনার মুরলি বিজয় ও মার্কাস স্টোইনিস

শেষ বলে রান আউট আন্দ্রে রাসেল(১৬)৷শেষ পাঁচ ওভারে মাত্র ৪৩ রান তুলল নাইটরা৷

আউট উথাপ্পা! ৪৯ বলে ৭০ রান করে রান আউট হলেন তিনি৷

অধিনায়কের মতোই চার মেরে অর্ধ-শতরান পূর্ণ করলেন রবিন উথাপ্পা৷

আউট অধিনায়ক গম্ভীর! ৫৪ রানে ডেভিড মিলারের দুর্দান্ত থ্রো-তে রান আউট হলেন তিনি৷


 পাশাপাশি ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপও গড়লেন উথাপ্পা ও গম্ভীর৷

ম্যাক্সওয়েলের বলে চার মেরে অর্ধ শতরান পূর্ণ করলেন নাইট অধিনায়ক৷

দলের খেলা দেখতে মাঠে উপস্থিত নাইট রাইডার্স মালিক শাহরুখ খান

 দশ ওভার শেষে কলকাতার রান বিনা উইকেট ৭৪৷   


পাওয়ার প্লে-রে শেষে কেকেআরের রান বিনা উইকেটে ৪০৷ 

চতুর্থ ওভারের শেষে কলকাতার রান বিনা উইকেটে ৩০৷
 

প্রথম ওভারে দুই রান তুলল নাইটরা৷গম্ভীর (১) ও উথাপ্পা (১) ব্যাট করছেন৷
 

ম্যাচ শুরু৷ব্যাটিং করছে কেকেআর৷
 

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত পঞ্জাবের৷
 

নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব৷

কোন মন্তব্য নেই: