ভোটের মুখে ফের খুন তৃণমূল নেতা। মৃত তৃণমূল নেতার নাম আখতার আলি খান। শনিবার সকালে ব্যক্তিগত কাজে বের হন আখতার সাহেব। সেই সময়ে ঝুলুনিয়া মোড়ের কাছে দুষ্কৃতীরা এসে তাঁর উপর এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযোগের তির স্থানীয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও ঘটনার সঙ্গে সিপিএমের কোনও যোগ নেই বলে দাবি নেতৃত্বের।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দাশগুপ্ত। তৃণমূল কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টির জন্যই খুন করা হয়েছে আখতারকে।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দাশগুপ্ত। তৃণমূল কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টির জন্যই খুন করা হয়েছে আখতারকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন