রাজ্যে দ্বিতীয় দফায় তৃতীয় পর্বে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন৷ তবে, এখনও কেন্দ্র ভিত্তিক চূড়ান্ত ভোটের হার জানতে পারেনি কমিশন৷
ফের উত্তপ্ত মালদহের মানিকচক৷ ভোট শেষ হতেই তৃণমূল-সিপিএম সংঘর্ষ৷ভাঙচুর উভয় দলের বেশ কিছু বাড়ি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ৷ আধা সেনার লাঠির বাড়িতে জখম উভয়পক্ষের সাত সমর্থক৷ আহতদের নরপুর স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে৷তৃণমূল-সিপিএমের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত নারপুর৷
ভোট দিতে যাওয়ায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চালাল প্রতিবেশী এক যুবক৷ রবিবার ঘটনাটি ঘটেছে, মালদহের হবিবপুর থানার বিজইল গ্রামে৷ গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে স্থানীয় বলবুলচন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে৷পরে গোটা বিষয়টি জানিয়ে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত নির্মল টুডু নামের এক যুবকে গ্রেফতার করে৷ অভিযুক্তকে গ্রেফতার করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেয় হবিবপুর থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শিলিগুড়িতে শান্তিপূর্ণ দ্বিতীয় দফার নির্বাচন। আবহাওয়া অনুকূল থাকায় ভোটাররাও স্বাচ্ছন্দে ভোট দিয়েছেন। জলপাইগুড়ি জেলায় সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮০ শতাংশ। এরপরেও বেশ কিছু বুথে লম্বা লাইন চোখে পড়ে। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনলাইনে শতাধিক অভিযোগ জমা পড়েছে জেলা নির্বাচনী কার্যালয়ে। যার অধিকাংশই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচনে গোলমাল পাকানোর অভিযোগে জেলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘক্ষণ ধরে লাইনে দাড়িয়ে থাকাতে থাকতে অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়লেন এক
শিলিগুড়িতে অসুস্থ ভোটারের চিকিৎসা চলছে৷
শিলিগুড়ির জোট প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুললেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া৷ শুধু তাই নয়, শিলিগুড়ির একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ও তোলেন বাইচুং। শুধু বাইচুং নন, অশোক বাবুর বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেন আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অরূপরতন ঘোষ।
দক্ষিণ দিনাজপুরে এখনো কয়েকটি বুথে ভোট চলছে। এই পর্যন্ত ভোট পরেছে ৮৫ শতাংশ। সংখ্যাটা আরও বাড়বে বলে জেলা নির্বাচনী আধিকারিক তাপস চৌধুরী জানিয়েছেন৷
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন৷কমিশনকে চ্যালেঞ্চ জানিয়ে বুথের মধ্যে তৃণমূলের প্রতীক লাগিয়ে ভোট দেওয়ার জন্য অনুব্রতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কমিশন৷দলীয় প্রতীকের চিহ্ন দেওয়া ব্যাচ পরে বুথে ঢোকার অভিযোগে ও ভোট চলাকালীন বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার অভিযোগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ১৮৮ ধারায় অফআইআর করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
- প্রত্যাশামতোই ভোট হয়েছে৷ তৃণমূলকে হারাতে মানুষ আজ ভোট দিয়েছে: অশোক ভট্টাচার্য৷
তৃণমূল সমর্থের বাড়িতে হামলা ও ভাঙচুর৷ ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার এলাকায়৷ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তদের কেউকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ৷ সিপিএম-কংগ্রেস জোটের কর্মীরা ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলে তৃণমূল। হাত চিহ্নে ভোট না দেওয়ায় হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ সেই সঙ্গে এক মহিলাকেও মারধর করা হয়েছে বলে খবর৷
পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ভোট কর্মী৷আহত শ্যামচন্দ্র রায় সহ আরও একজনকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আজ, বিকেলে ইংরেজবাজারের মৌরিপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ওই ভোট কর্মীর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের৷ ঘটনাস্থলেই জখন হন ওই ভোট কর্মী ও তাঁর গাড়ির চালক৷ ইংরেজবাজার থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে৷
- বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার উত্তর দিনাজপুরে ৭৮.৯৩ শতাংশ ও দক্ষিণ দিনাজপুরে ৮২.৭৮ শতাংশ ও মালদহ জেলায় ৭৮.০২ শতাংশ ভোট পড়েছে৷
- বীরভূমের ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বুথে ঢুকে ‘রিগিং’ ধমকের জেরে রিপোর্ট তলব করল জাতিয় নির্বাচন কমিশন৷ একই সঙ্গে মালদহের সুজাপুরে তৃণমূল নেতা আসাদুল্লা বিশ্বাসকে নজরবন্দির নির্দেশ দিল কমিশন৷
বীরভূমে ১১টি কেন্দ্রে সন্ত্রাস-ছাপ্পা-ভোট লুঠের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানাল বিজেপি৷বীরভূমে সব কেন্দ্রেই নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্তাকে একটি স্মারকলিপি জামা দিল রাজ্য বিজেপি নেতৃত্ব৷
মালদহের মানিকচকে ১০৪ নম্বর বুথে সিপিএম-তৃণমূল সংঘর্ষ৷ সংঘর্ষে আহত দুই৷ ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ইংরেজবাজারের ১৬৩ নম্বর ভোটগ্রহণকেন্দ্রের ঘটনা৷তৃণমূল কর্মীদের ইটবৃষ্টিতে জখম এক জওয়ান৷ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷
- গত তিন ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২২৪টি অভিযোগ৷দুপুর তিনটে পর্যন্ত ৯৩৯টি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷ ৯৩৯টি মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৯৫টি অভিযোগ৷ এরমধ্যে রয়েছে ৩৩টি ইভিএম সংক্রান্ত অভিযোগ ৷
বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭০.০৩ শতাংশ৷ দক্ষিণ দিনাজপুরে ছয়টি কেন্দ্রে তিনটে পর্যন্ত ভোটগ্রহণের হার ৭৪.৭৮ শতাংশ৷উত্তর দিনাজপুরে ছটি কেন্দ্রে ৭০.০৪ শতাংশ ভোট পড়েছে৷
দার্জিলিং জেলার ছয়টি কেন্দ্রে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.০৫ শতাংশ৷
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কেন্দ্রের বদলপুরের ১৭৬ নং বুথে ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় জোট কর্মীদের সঙ্গে তৃণমূলের পোলিং এজেন্টের গণ্ডগোল৷ পোলিং এজেন্ট নজরুল ইসলামকে ধরে মারধর। চরম উত্তেজনা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী৷
দুপুর তিনটে পর্যন্ত জলপাইগুড়ির সাত কেন্দ্রে ভোটের হার ৭৪.৭৪শতাংশ ভোট পড়েছে৷ ধূপগুড়ি ৭৫.৮৮, ময়নাগুড়ি ৭৬.৯৪, জলপাইগুড়ি ৭১.১৮, রাজগঞ্জ ৭৬.৪৯, ডামগ্রাম ফুলবাড়ি ৭২.৯৩, মালবাজার ৭৩.৫৫, নাগরাকাটা ৭৬.৩৩ শতাংশ।
দ্বিতীয় দফার ভোটযুদ্ধ দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের জমা পড়ল ৭১৫টি অভিযোগ৷ ৭১৫টির মধ্যে ৫৯৫টি অভিযোগের সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি কমিশনের৷ ৭১৫টি অভিযোগের মধ্যে ৩৩টি অভিযোগই ইভিএম সংক্রান্ত ৷১৫টি জায়গা থেকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বলে খবর৷ বুথ দখলের ৫টি ও বুথ জ্যামের ৩টি অভিযোগ জমা পড়েছে৷ বীরভূম থেকেই ২০৬টি মালদহ থেকে ১৮৪টি জমা পড়েছে কমিশনে৷
ভোট দিলেন কংগ্রেসের দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেনখান চৌধুরী (ডালু) সঙ্গে মৌসম নুর৷ ছবি: রাহুল মণ্ডল
ভোটের তৃতীয় দিনে মালদহের নুরপুরগ্রামে বোমা বিস্ফোরণে মৃত কংগ্রেস নেতা৷ নাম কুরবান আলি৷বাড়ির মধ্যে বোমা মজুত রাখার অভিযোগ ছিল ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে৷ বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ এলাকায় উত্তেজনা রয়েছে৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
- বালুরঘাটের রামজীবন প্রাথমিক বিদ্যালয়ের ১৮৩ নম্বর বুথে ইভিএম বিকল৷ বন্ধ ভোটগ্রহণ৷
- দ্বিতীয় দফার তৃতীয় পর্বের ভোটে সন্ত্রাস-রিগিং-ছাপ্পা ভোটের নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বাবুল সুপ্রিয়, মুক্তার আব্বাস নাকভি৷
- শিলিগুড়িতে আশোক ভট্টাচার্যকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ উত্তেজনা শিলিগুড়িতে৷ তাঁকে নিয়ে কোনও অশান্তি হয়নি বলে দাবি অশোকের৷
- দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.২৮ শতাংশ৷ বীরভূমে ৬২.৪৯ শতাংশ, উত্তর দিনাজপুরে ৫৫.০৫, দক্ষিণ দিনাজপুরে ৫৬.০৯, আলিপুরদুয়ারে ৪৫.৪৬, দার্জিলিং ৫৩.০৩, মালদহে ৫৪.৩৩, জলপাইগুড়ি ৫৯.৯৮ শতাংশ ভোট পড়েছে৷ ধূপগুড়ি ৬১.০৯, ময়নাগুড়ি, ৬২.২৩, জলপাইগুড়ি ৫৫.৯৪, রাজগঞ্জ ৬১.০১, ডামগ্রাম ফুলবাড়ি ৫৫.৭৭, মাল বাজার ৫৯.২৮, নাগরাকাটা ৬৩.২৩।
তৃণমূলের প্রতীক লাগিয়ে অনুব্রত মণ্ডলের ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গোটা ঘটনার রিপোর্ট তলব কমিশনের৷
ইটাহার কেন্দ্রের ১৭৭ নম্বরের তৃণমূল এজেন্ট গ্রেফতার৷
মালদহের চাঁদমুনি কেন্দ্রের ১৫৮ নম্বর বুথে ইভিএম সকাল থেকেই বিকল৷সকাল থেকে ৭২টি ভোট পড়েছে৷ মালদহের রতুয়ার ২২৫ নম্বর বুথে চলছে ভোট বয়কট৷
লাভপুরের সাউগ্রামে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী৷ তৃণমূল সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষ৷ রতুয়ার ১০৩, ১০২ ও ১০৩ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ৷ সংঘর্ষে জখম তিন৷
বুথে ঢুকে টেবিল চাপড়ে ধমক ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ থতমত ভোট কর্মী৷ময়ূরেশ্বরে ৩০ নম্বর বুথে রিগিং-এর অভিযোগ লকেটের৷ প্রিসাইডিং অফিসারকে মুচলেখা নেওয়া অভিযোগ লকেটের বিরুদ্ধে৷
খেলায় মেতেছেন অশোক৷ ছবি- শ্রেয়া কুণ্ডু, শিলিগুড়ি ভোট দিয়ে খুশি শিলিগুড়ির বাম জোট প্রার্থী অশোক ভট্টাচার্য৷
মুড়ি বিলিয়ে ভোটারদের প্রভাবিত করা চেষ্টার অভিযোগ বামদের বিরুদ্ধে৷ চাতড়া প্রাথমিক স্কুলের ঘটনা৷
নানুরের পাপুড়ি গ্রামের বুথে নেই তৃণমূলের এজেন্ট৷পাপুড়ি অনুব্রত বিরোধী কাজল শেখের এলাকা বলেই পরিচিত৷
মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের ৯৪ ও ৯৫ নম্বর বুথে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ । ঘটনায় তৃণমূলের পোলিং এজেন্ট অনুপ সিংহ সহ আরও দু'জন আহত ।
গঙ্গারামপুর কেন্দ্রের বজরাপুকুর এলাকায় তৃনমূল সমর্রথ কের বাড়িতে হামলা মহিলা কে মারধর।
বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় দফার ভোট নিয়ে ৩০০ অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে।
তৃণমূলের পতাকা বুকে লাগিয়ে ভোট দিলেন অনুব্রতল কোনও ব্যবস্থা নিলেন না প্রিসাইডিং অফিসার।
বাইকে চেপে ভোট দিতে গেলেন অনুব্রত।
মালদহের বৈষ্ণবনগরে ৪১ ও ৪২ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ।
সকাল ৯টা পর্যন্ত ভোটের হার
দার্জিলিং- ১৯%
জলপাইগুড়ি- ২৪.৪১%
বীরভূম- ২৩.৬৯%
দক্ষিণ দিনাজপুর- ৩০%
উত্তর দিনাজপুর- ২৪%
মালদহ-১৯.২০%
আলিপুরদুয়ার- ২০%
কোথাও কোথাও মুড়ি-ঘুগনি, মুড়ি-চপ, মুড়ি-বাতাসা বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পাড়ুইয়ের বুথে রয়েছে শুধুমাত্র তৃণমূলের এজেন্ট।
জলপাইগুড়ি কদমতলা গার্লস স্কুলের ২০০ মিটারের মধ্যে বাঁশের স্ট্রাকচার করে বুথ অফিস করার অভিযোগ উঠলো জোটের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে সেক্টর অফিসার এবং কেন্দ্রীয় বাহিমী। বুথ থেকে ফিতে দিয়ে মেপে সীমানা চিহ্নিত করলো নির্বাচন কমিশন।
সকালে মায়ের ইচ্ছা কালিমন্দিরে পুজো দিয়ে ৮টার সময় শিলিগুড়ি গার্লস স্কুলের বুথে ভোট দিতে যান ডাবগ্রাম ফুলবাডি কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ৮.৩০ নাগাদ ভোট দিয়ে বেরিয়ে অাসেন তিনি।
কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের ভোট বয়কট। রায়নপুর এলাকার ১৯৫/৩৭ সান্তালপাড়া এফপি স্কুল বুথে ভোট কর্মীরা বসে থাকলেও ভোটাররা কেউ বুথ মুখো হননি।
দু’ঘণ্টায় ২০০টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।
ইংরেজবাজারের ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে।
তৃণমূলের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানাল সিপিএম।
দুবরাজপুরের কাঁকরতলায় বামেদের এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন বামফ্রন্ট মনোনীত জোট প্রার্থী দীপা দাস মুন্সী। ভোট দিলেন রায়গঞ্জ বিধান সভা এলাকার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত ও তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ণেন্দু দে।
ইলামবাজারে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তিন।
জলপাইগুড়ির রাজগঞ্জে ১৮/২২৪ পাহাড়পুর বালাপাড়া বুথে ইভিএম খারাপ। পর পর দু'বার ইভিএম চেঞ্জ করার পরেও ঠিক হয়নি। ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ধূপগুড়ি ১৫/৯৫, ১৫/৯৬ নম্বর বুথে ১৫ মিনিটে ৩০ টি ভোট দানের পর ইভিএম বিকল। ভোট দান বন্ধ। জলপাইগুড়ি ১৭/৫৯ নেতাজীপাড়া বুথে ইভিএম বিকল। একঘন্টা পরেও চালু হল না ভোটদান।
- রায়গঞ্জে বেশ কবেকটি বুথে ইভিএম খারাপ। এছাড়া চোপড়া ১২২ নম্বর বুথে জোটের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। তাই ভোট বন্ধ।
- ভোট দিয়ে বেরিয়ে এলেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভটচার্য। এদিন তিনি সকাল ৭ টার সময় শিলিগুড়ি নেতাজি বয়েজ স্কুলের বুথে গিয়ে সস্ত্রীক লাইনে দাঁড়ান। এরপর ৭.৪৫ নাগাদ তিনি ভোট দিয়ে বেরিয়ে আসেন।
ছবি- শ্রেয়া কুণ্ডু, শিলিগুড়ি
- বালুরঘাটের তিনটি বুথে ইভিএম খারাপ।
- জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বেগম ফয়জন্নেসা স্কুলে বুথ নম্বর ১৭/৪৬ এবং ১৭/৪৭ -এ ইভিএম খারাপ। শিরিষতলার ৪৩ নং বুথে ইভিএম খারাপ, ২৫ মিনিট পরে ভোটদান চালু।
ছবি- রাহুল মণ্ডল, মালদহ
- মালদহে বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ থাকায় বন্ধ রয়েছে ভোট।
ভোট শুরু হতেই উত্তপ্ত বীরভূমের ইলামবাজার। তৃণমূল-সিপিএম ও বিজেপি মারধরে ছড়িয়ে পড়েছে। বাঁশ নিয়ে ধাওয়া করছে সব দলের সমর্থকরা। গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে টহল দিচ্ছে সিআরপিএফ। ঘটনায় আহত অন্তত ৬ জন।
রায়গঞ্জের ৩৫ ও ৬৫ নম্বর বুথের ইভিএম খারাপ।
বালুরঘাটে বংশিহারির আলিগারা এলাকায় সিপিএম এর সমস্ত ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে ফেলায় সিপিএম ও তৃণমূলের মধ্যে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বাইচুং ভুটিয়া, লকেটের মত তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এদিন।
চোখ রয়েছে উত্তপ্ত বীরভূমের দিকে। সকাল থেকেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন