রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

নববর্ষের শুভেচ্ছায় মমতাকে আক্রমণ মোদীর: Live

 
কৃষ্ণনগর: ভোট প্রচারে রবিবার নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করছেন নমো৷উপস্থিত মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদাী৷আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷তিনি বলেন-

  • ক্ষমতা থাকলে কেরলেও হাম মেলান৷
  • কেরলে কুস্তি, বাংলায় দোস্তি কেন?
  • পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সঙ্গে হাত মিলিয়েছে৷ অথচ কেরলে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে৷
  • কংগ্রেস যে মিথ্যে বলছে সেটা বুঝতে হবে৷
  • পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো হচ্ছে৷ বোকা বানানো হচ্ছে কেরলের মানুষকে৷
  • আমার প্রথম অ্যাজেন্ডা বিকাশ, দ্বিতীয় অ্যাজেন্ডা দ্রুত বিকাশ, তৃতীয় অ্যাজেন্ডা চারিদিকে বিকাশ৷
  • দেশের পূর্বপ্রান্তের অগ্রগতি না হলে, দেশের উন্নতি হবে না৷
  • সরকারের অপব্যবহার বন্ধ করুন৷
  • মানুষের ভবিষ্যৎ বিক্রির চেষ্টা চলছে৷ এ কেমন উন্নয়ন দিদি? 
  • সারদা থেকে নারদা, ক্যামেরার সামনে টাকা নিয়েছেন তৃণমূলের  নেতা-নেত্রীরা৷
  •  পাঁচ বছর এখানকার মানুষ দুঃখ দেখলে. নির্বাচন কমিশনকে দেখে নেওয়ার হুমকি দিতে হত না দিদিকে৷
  •  যে মাটিতে কবির কাব্য শোনা যেত, সেই রাজ্য এখন বোমা বানাচ্ছে৷
  • বাংলায় সিন্ডিকেট কালচার শেষ হওয়া উচিত৷ 
  • প্রশাসনের অপব্যবহার করে চলে যেতে হয়েছিল ইন্দিরা গান্ধীকেও৷
  • দিদি তার জবাব দেননি৷ তাঁর হয়ে জবাব দিয়েছেন মুখ্যসচিব৷
  • তৃণমূল প্রার্থী হিসাবে মমতাকে নোটিশ দিয়েছিল কমিশন৷
  • সরকারের অপব্যবহার করছেন মমতা৷
  • নির্বাচন কমিশনকে মর্যাদা দেওয়া উচিত৷
  • নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই করছেন মমতা৷
  • তৃণমূল নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে৷ভোটের আগেই হেরে বসে আছেন মমতা৷
  • পরাজয়ের খাদে দাঁড়িয়ে তৃণমূল৷

কোন মন্তব্য নেই: