মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

পঞ্জাবের বিরুদ্ধে ছ’উইকেটে জয় কেকেআরের

১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কলকাতার ব্যাটসম্যানরা৷ মোহালিতে ছ’উইকেটে কিংস ইলেভেন পঞ্জাবকে হারাল তাঁরা৷

১৬ ওভার শেষে কলকাতার রান চার উইকেটে ১২৪ রান৷ জয়ের জন্য ২৪ বলে ১৫ রান প্রয়োজন৷

কলকাতার চতুর্থ উইকেটের পতন...!অক্ষর প্যাটেলের ওভারের চতুর্থ বলটিতে বেঁচে গেলেও  পঞ্চম বলে ক্যাচ আউট হলেন সাকিব আল হাসান৷ তাঁর সংগ্রহ ১৫ বলে ১১৷

মনীশ পাণ্ডে আউট...! ১১ বলে ১২ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন তিনি৷ কেকেআরের জয়ের জন্য ৪২ বলে ২৯ রান প্রয়োজন৷ 

১৩ ওভারের পর কলকাতার রান দু’উইকেটে ১১০ রান৷

আউট গম্ভীর..! সাহুর বলে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হল কেকেআর অধিনায়ককে৷৩৪ বলে ৩৪ রান করলেন তিনি৷

দশ ওভার শেষে কলকাতার রান এক উইকেটে ৯৩৷ জয়ের জন্য দরকার ৬০ বলে ৪৬৷ 

কলকাতার প্রথম উইকেটের পতন৷ ২৮ বলে ৫৩ রান করে প্রদীপ সাহুর বলে আউট রবিন..! কেকেআর- ৮২/১৷জয়ের জন্য দরকার ৬৯ বলে ৫৭৷

বল করতে এলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ওভারে সাত রান দিলেন তিনি৷আট ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে ৮০৷

২৪ বলে দুরন্ত অর্ধ-শতরান করলেন উথাপ্পা৷

পাওয়ার প্লে (৬ ওভার) শেষে কেকআরের রান বিনা উইকেটে ৬৫৷ ক্রিজে উথাপ্পা (২২ বলে ৪৫) ও গম্ভীর (১৪ বলে ১৪)৷ জয়ের জন্য দরকার ৮৪ বলে ৭৪৷

মাত্র ৪.৪ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স৷ 

চার ওভার শেষে কেকআরের রান বিনা উইকেটে ৪৪৷

দুরন্ত ফর্মে ব্যাট করছেন কলকাতার দুই ওপেনার৷ তিন ওভারের শেষে কেকেআরের রান বিনা উইকেটে ৩৩৷

প্রথম ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে ১২৷

কেকেআরের ইনিংস শুরু ৷ ওপেন করতে নেমেছেন অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷ প্রথম দু’বলেই দু’টি চার মারলেন নাইট রাইডার্সের রবিন৷



কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ১৩৯৷

শেষ ওভারে ১৮ রান নিলেন পঞ্জাবের দুই ব্যাটসম্যান শন মার্শ (অপরাজিত ৫৬) ও অ্যাবট (১২ অপরাজিত)৷ 

রাসেলকে ছয় মেরে অর্ধ-শতরান পূর্ণ করলেন শন মার্শ৷ 

১৯ ওভার শেষে পঞ্জাবের রান আট উইকেটে ১২০৷

মার্শের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র এক রান করে রানআউট হলেন প্রদীপ সাহু৷ কিংসের অষ্টম উইকেটের পতন৷

১৮ ওভার শেষে কিংসের রান সাত উইকেটে ১১৫৷


পঞ্জাবের সপ্তম উইকেটের পতন.. মর্কেলের বলে কট বিহাইন্ড হলেন সদ্য ক্রিজে আসা মোহিত শর্মা৷

১৭ ওভার শেষে কিংসের রান ছ’উইকেটে ১০৮৷

প্যাটেল আউট...! উমেশ যাদবের বলে ব্যক্তিগত ন’রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷

কিংসের পঞ্চম উইকেটের পতন..! নারিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট ম্যাক্সওয়েল৷ মাত্র চার রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷পঞ্জাব ৯৪/৫৷


১৪ ওভার শেষে কিংসের রান চার উইকেটে ৮৫৷

মিলার আউট..! টুর্নামেন্টে প্রথমবার বল করতে এসে প্রথম বলেই তুলে নিলেন পঞ্জাব অধিনায়ক মিলারের উইকেট৷ মাত্র ছ’রানে আউট প্রোটিয়া ব্যাটসম্যান৷ পঞ্জাব ৭৩/৪

১২ ওভারের শেষে পঞ্জাবের রান ৭২/৩৷

ঋদ্ধি আউট...! ১৪ বলে আট রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি৷চলতি টুর্নামেন্টে নারিনের প্রথম উইকেট৷


দশ ওভার শেষে কিংসের রান ৫৬/২

নারিনের বলে চার মেরে দলের পঞ্চাশ পূর্ণ করলেন ঋদ্ধিমান সাহা৷ ন’ওভার শেষে পঞ্জাবের রান ৫২/২

বিজয় আউট...! পঞ্জাব ৪৭/২৷ পীযূষ চাওলার গুগলিতে ২৬ রানে বোল্ড হলেন তিনি৷

নিজের প্রথম ওভারে মাত্র তিন রান দিলেন সুনীল নারিন৷ কিংস ইলেভেন পঞ্জাব ৪৪/১৷

পাওয়ার প্লে (৬ ওভার) শেষে প্রীতি জিন্টার দল ৪১/১৷

পাঁচ ওভার শেষে কিংস ইলেভেন এক উইকেটে ৩৫৷ 

বিজয়ের সঙ্গে ক্রিজে শন মার্শ৷বাউন্ডারি মেরে খাতা খোলেন তিনি৷

ভোরা আউট...!  কিংস ২১/১৷ মর্কেলের বলে ব্যাক্তিগত ৬ রানে ডাগ-আউটে ভোরা৷


তিন ওভার শেষে কিংস ইলেভেন ১৭/০৷ বিজয় ১২ ও ভোরা ৪ রানে ক্রিজে৷

তৃতীয় ওভারেই বোলিংয়ে পরিবর্তন নাইট অধিনায়কের৷ মর্কেলকে সরিয়ে বাঁ-হাতি স্পিনার সাবিক আল-হাসানে আক্রমণে আনেন গম্ভীর৷ছ’ রান দেন সাকিব৷

ছ’ রান দেন উমেশ৷দ্বিতীয় ওভার শেষ কিংস ১২/০

নাইটদের হয়ে দ্বিতীয় ওভার শুরু করেন উমেশ যাদব৷

প্রথম ওভার শেষে কিংসের রান বিনা উইকেটে পাঁচ রান৷
বিজয়ের হাত ধরে কিংসের প্রথম বাউন্ডারি..৷

নাইটদের হয়ে বোলিং ওপেন করলেন মর্নি মর্কেল৷

ক্রিজে কিংস ইলেভনের দুই ওপেনার মুরলী বিজয় ও মনন ভোরা৷ 

প্রীতির কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্সের৷ 

প্রথম তিন ম্যাচের দু’টি জিতে আইপিএল নাইনে দারুণ শুরু করেছে নাইটরা৷স্বপ্নের ফর্মে রয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর৷ আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক হাফ-সেঞ্চুরি (২৮টি) করে নজির গড়েছেন নাইট অধিনায়ক৷

 প্রথম তিন ম্যাচের মধ্য তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে প্রীতির পঞ্জাব৷ প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে আইপিএল নাইনে স্বপ্নের শুরু করেছে ‘কিং খান’এর কলকাতা৷ আজ জিতলেই লিগ তালিকায় শীর্ষে পৌঁছে যাবে গম্ভীর অ্যান্ড কোং৷ ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাথে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল কেকেআর৷ কিন্তু পরের ম্যাচেই হায়দরাবাদে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের ট্র্যাকে ফেরে নাইটরা৷

কোন মন্তব্য নেই: