সোমবার, ১৬ মে, ২০১৬

নাইটদের ন’উইকেটে হারাল বেঙ্গালুরু


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-  ১৮.৪ ওভারে এক উইকেটে ১৮৬  
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩
বেঙ্গালুরু ন’উইকেটে জয়ী৷

শাহরুখ ও পরিনীতির উপস্থিতিতে নাইটদের ন’উইকেটে হারের সাক্ষী রইল কলকাতা৷ বিরাট (অপরাজিত ৭৫) ও এবিডির(৫৯) ব্যাটে ভর করে ম্যাচ জিতল বেঙ্গালুরু৷




কোহলির মতো অর্ধ-শতরান পূর্ণ করলেন ডিভিলিয়ার্সও৷

আরও একটি অর্ধ-শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি৷ 

কোহলি ও এবি ডিভিলিয়ার্স জুটি বেঙ্গালুরুর জয়ের রাস্তা প্রশস্ত করছেন৷  

আউট গেইল!!! সুনীল নারিন নিজের দ্বিতীয় ওভারে তুলে নিলেন বিপজ্জনক হতে শুরু করা ক্যারিবিয়ান তারকাকে৷ ৩১ বলে ৪৯ রান করে ডাগ-আউটে ফিরলেন তিনি৷ 

ইডেনে গেইল ও কোহলি ‘ঝড়’ আছড়ে পড়েছে৷


নাইট বনাম চ্যালেঞ্জার্স ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত বলিউড বাদশা শাহরুখ খান এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি৷

বিরাটদের সামনে জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স৷ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল (৩৯) ও সাকিব আল হাসান(১৮) 

১৫.২ ওভার- সূর্যকুমার যাদব আউট! মাত্র পাঁচ রান করে ফিরে গেলেন তিনি৷

১৪.১ ওভার- চাহালের বলে মাত্র ৬ রান করে ষ্ট্যাম্প-আউট হলেন পাঠান৷
১৩.৪ ওভার- অর্ধ-শতরান করার পরেই আউট হলেন মনীশও৷ লং-অনে এবিডিকে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
১৩.২ ওভার- শ্রীনাথ অরবিন্দের বলে এক রান নিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন মনীশ পাণ্ডে৷

১০.৩ ওভার- পাণ্ডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ডাগ-আউটে ফিরলেন গৌতম গম্ভীর (৫১)৷

১০ ওভার শেষে কলকাতার রান এক উইকেটে ৮৭৷

৯.৪ ওভার- অর্ধ-শতরান পূর্ণ করলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর৷


৭ ওভার- চাহালের ওভার থেকে ১৬ রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷

ক্রিজে এলেন মণীশ পাণ্ডে৷

২.২ ওভার: ইকবাল আবদুল্লাহর বলে ক্যাচ আউট হলেন উথাপ্পা৷দু’রান করে ফিরলেন তিনি৷

খেলা শুরু৷ক্রিজে এলেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷


কেকেআর: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান,  সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, অঙ্কিত রাজপুত, সুনীল নারিন, মর্নি মর্কেল৷

আরসিবি: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, সচিন বেবি, স্টুয়ার্ট বিনি, লোকেশ রাহুল, এস অরবিন্দ, ওয়াইএস চাহাল, ক্রিস জর্ডন, ইকবাল আবদুল্লা৷

কোন মন্তব্য নেই: