রবিবার, ২২ মে, ২০১৬

হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে প্লে-অফে কলকাতা

সানরাইজার্স হায়দরাবাদ- ২০ ওভারে আট উইকেটে ১৪৯ (কর্ণ শর্মা ৮* ও বারিন্দার স্রান ২*)  
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ছয় উইকেটে ১৭১ 

কলকাতা ২২ রানে জয়ী৷

আউট  ভুবনেশ্বর কুমার! মাত্র ৫ রান করে অঙ্কিত রাজপুতের বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ২৮ রান৷

আউট মোজেস হেনরিকেস! ব্যক্তিগত ১১ রানের মাথায় নারিনের বলে আউট হলেন তিনি৷  

উইলিয়ামসন আউট! কুলদীপের ওভারেই স্কোয়্যার লেগে ক্যাচ আউট হলেন তিনি৷ 

দীপক হুডা আউট! কেন উইলিয়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি৷

যুবরাজ আউট! ১২ বলে ১৯ রান করে শাকিবের বলে ক্যাচ আউট হলেন যুবি৷
১৪ তম ওভারে কুলদীপ যাদবকে পরপর দু’বলে দু’টি ছয় মারলেন যুবরাজ৷

আউট নমন ওঝা! ১৫ রান করে ডাগ-আউটে ফিরলেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ 

ধাওয়ান আউট! ৫১ রান করে কুলদীপ যাদবের বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷

২৮ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন শিখর ধাওয়ান৷

পাওয়ার-প্লে শেষে হায়দরাবাদের রান এক উইকেটে ৪৮৷

আউট ওয়ার্নার! নারিনের প্রথম ওভারেই ১৮ রান করে আউট হলেন অজি ব্যাটসম্যান৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন ওয়ার্নার ও ধাওয়ান৷

হায়দরাবাদকে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর৷

অন্তিম ওভারের প্রথম বলেই আউট সাকিব৷ ১০ বলে মাত্র ৭ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ডাগ-আউটে ফিরলেন বাঁ-হাতি ব্যাটসম্যান৷

১৯ তম ওভার থেকে মাত্র তিন রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷

৩০ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন ইউসুফ পাঠান৷

হোল্ডার আউট! মাত্র তিন রান করে মুস্তাফিজুরের শিকার হলেন তিনি৷ ক্রিজে এলেন সাকিব আল হাসান৷

পাণ্ডে আউট! বিনয় কুমারের বলে ৪৮ রান (৩০ বলে) বানিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷চতুর্থ উইকেটের জুটিতে ৮.১ ওভারে ৮৭ রান যোগ করলেন তিনি ও ইউসুফ৷ 

১৩ তম ওভারে ১৪ রান নেওয়ার পর, ১৪ তম ওভারে ১৯ রান নিলেন পাঠান ও পাণ্ডে৷ 

গম্ভীর আউট! ৫৭ রানে তিন উইকেট হারাল কলকাতা৷ মুনরোর পর হুডার দ্বিতীয় শিকার গম্ভীর৷ ব্যক্তিগত ১৬ রানের মাথায় লং-অফে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷    

সপ্তম ওভারে অল্পের জন্য আউট হওয়ার থেকে বেঁচে গেলেন গম্ভীর৷

পাওয়ার-প্লে শেষে কলকাতার রান দু’উইকেটে ৪৮৷

মুনরো আউট! উথাপ্পার পর কিউয়ি ব্যাটসম্যানের উইকেটও হারাল কেকেআর৷ ৮ বলে ১০ রান করলেন তিনি৷  

উথাপ্পা আউট! কলকাতার প্রথম উইকেটের পতন৷ বারিন্দার স্রানের দ্বিতীয় ওভারে ১৭ বলে ২৫ রান করে ডাগ-আউটে ফিরলেন রবিন৷

প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মারলেন উথাপ্পা৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷


আর কিছুক্ষণ পরেই রবিবাসরীয় ইডেন ডেভিড ওয়ার্নার-যুবরাজ সিংদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা৷ তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের৷ এই ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে কেকেআর৷ দলে দু’টি পরিবর্তন করেছেন গম্ভীর৷ মর্নি মর্কেলের জায়গায় কিউয়ি খেলোয়াড় কলিন মুনরো এবং পীযূষ চাওলার জায়গায় কুলদীপ যাদব দলে এসেছেন৷ চোটের জন্য আজও খেলতে পারছেন না আন্দ্রে রাসেল৷



কোন মন্তব্য নেই: