
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : “রেল কাম ,ঝমাঝম”। রেলের এই ঝমাঝম শব্দেই একসময় কাঁপত শহরের রাস্তা। না, তখন ছিল না কোন চক্ররেল, মেট্রোরেল। কিন্তু কলকাতা দিয়ে হুইসেল বাজিয়ে ঢিমে তালে দিব্যি চলত কু ঝিক ঝিক রেল। সেদিনের সেই ট্রেনকে স্থানীয়রা ডাকতেন “ম্যাকলিড সাহেবের গাড়ি” বলে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন