শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

আইনজীবীদের সঙ্গে বিশেষ বৈঠকে বেগম জিয়া

ঢাকা: আসন্ন সিটি নির্বাচনকে মাথায় রেখে আইনজীবী সমিতির সঙ্গে এক বিশেষ বৈঠক করলেন বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া৷ শুক্রবার সমিতির প্রাক্তন সভাপতি জয়নাল আবেদিন ও সমিতির বর্তমান সম্পাদক মাহাবুবউদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি৷ এদিন বেগম জিয়ার বাসভবন ফিরোজায় বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন তাঁরা৷ সূত্রের খবর, আসন্ন সিটি নির্বাচনে বিএনপির নীতি নির্ধারণ সহ দেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও কথা বলেন তাঁরা৷ পাশাপাশি আরও জানা গিয়েছে, বেগম জিয়া যে সকল মামলায় অভিযুক্ত রয়েছেন, সেই মামলাগুলির নিষ্পত্তি সংক্রান্ত বিষয়েও তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা চলে৷



আইনজীবীদের সঙ্গে বিশেষ বৈঠকে বেগম জিয়া

নীতীশের সঙ্গে বৈঠক আরজেডি বিধায়কদের

পাটনা : আরজেডি বিধায়কদের নিয়ে শুক্রবার একটি বৈঠকে বসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাষ্ট্রীয় জনতা দলের আসন্ন সংযুক্তিকরণ নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। আরজেডিএলপি নেতা আব্দুল বারি সিদ্দিকি জানিয়েছেন, আরজেডি দলগুলির এক হয়ে যাওয়া শুধুই সময়ের আপেক্ষা। যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে এসেছে। ২৪ জন বিধায়ককে নিয়ে আরজেডি ইতিমধ্যেই সংযুক্ত জনতা দলকে সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সচিবালয়ে এদিন আরজেডি বিধায়কদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।



নীতীশের সঙ্গে বৈঠক আরজেডি বিধায়কদের

তোড়জোড় শেষেও পিছোল ফাঁসির দিন

ঢাকা: ফের পিছোল কামারুজ্জামানের ফাঁসি৷ একাত্তরে গণহত্যার দায়ে দোষী জামাত নেতা কামারুজ্জামানের শুক্রবারই ফাঁসি হওয়ার কথা ছিল৷ তবে শেষ পর্যন্ত সেই ফাঁসি পিছিয়ে গেল৷ এদিন রাতে সমস্ত তোড়জোড়ের পর শেষ মুহূর্তে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শনিবার হতে পারে কামারুজ্জামানের ফাঁসি৷ এদিন রাত ১০ নাগাদ মন্ত্রী জানান বিভিন্ন কারণে শুক্রবার বদলে শনিবার ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


অন্যদিকে ফাঁসির সমস্ত ব্যবস্থাই এদিন করা হয়ে গিয়েছিল৷কারা সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায় রাত ১২ নাগাদ হতে পারে কামারুজ্জামানের ফাঁসি৷ এদিন সকাল থেকেই ফাঁসির জন্য বিস্তর আয়োজন করা হয়েছিল৷ কারাগারে মোতায়েন করা হয়েছিল তিন জন ফাঁসুড়ে৷ হাজির ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক৷ আনানো হয়েছিল অ্যাম্বুলেন্স৷ শুক্রবার সন্ধ্যায় জেলের মধ্যে বাঁশ ও কাপড়ের মাধ্যমে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ৷ এতসব আয়োজনের পরেও কি কারণে ফাঁসি শুক্রবার হল না তা নিয়ে বিভিন্ন মহলেই আলোচনা শুরু হয়েছে৷ কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলের সামনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী৷ পাশাপাশি হাজির ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাবের সদস্যরা৷


শুক্রবার সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মহম্মদ আজিম৷ দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা সেই বিষয়ে জানতে চাওয়া হলে সময় চান তিনি৷ তবে কামারুজ্জামানের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মানুসারে আরও সাতদিন সময় পেতে পারেন কামারুজ্জামান৷ তবে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় আর সময় দেওয়া হবে না তাকে৷ পাশাপাশি তিনি এদিন আরও জানিয়েছেন ফাঁসির পর শবযাত্রা নিয়ে যাতে মিছিল করা না হয় সেই বিষয়েও ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপেই কামারুজ্জামানকে কবর দেওয়ার ব্যবস্থা নির্দেশও দেওয়া হয়েছে৷


উল্লেখ্য, ১৯৭১ সালে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে গণহত্যার দায়ে ২০০৮ সালে জামাত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়৷ সেই মামলার রায় অনুযায়ী ২০১৩ সালের মে মাসে কামারুজ্জামানকে ফাঁসির নির্দেশ দেয় আদালত৷ এরপর ২০১৪ সালের শেষদিকে এবং ২০১৫ সালের মার্চ মাসে কামারুজ্জামানের পক্ষ থেকে ফাঁসি রদের আবেদন জানানো হলেও এপ্রিল মাসে ফাঁসির রায় বহাল রাখে আদালত৷ তবে দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন শেষ পথ এখনও খোলা থাকলেও সেই বিষয়ে কোনও সুস্পষ্ট মন্তব্য করেন নি কামারুজ্জামান৷



তোড়জোড় শেষেও পিছোল ফাঁসির দিন