সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আপনার জন্ম তারিখই আপনার পরিচয়

হাতের পাঁচটা আঙুলের মতোই কোন মানুষও এক ধরনের হতে পারেননা৷ প্রত্যেকটি মানুষেরই নিজস্ব ব্যক্তিত্ব ও সত্ত্বা রয়েছে৷ এই কারণেই প্রত্যেকেরই চিন্তা ভাবনাও আলাদা৷ কিন্তু প্রশ্ন হল মানুষের ধরণকি তার জন্মের সময় থেকেই নির্ধারিত হয়ে যায়৷ মানুষের নিজস্ব আচার আচরন জিনগত বৈশিষ্ট থেকে আসে৷ জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরন ও চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে  জন্ম তারিখের এক ধরণের প্রভাব রয়েছে৷ যদিও অনেকেই এতে বিশ্বাস করেননা৷ কিন্তু একই জন্মগত তারিখের মানুষদের মধ্যে চারিত্রিক বৈশিষ্টের বেশ কিছু মিল পাওয়া যায়৷

জন্ম তারিখ ১,১০, ১৯, ২৮ হলে আপনার জন্ম সংখ্যা ১৷ এমনটা হলে:

আপনি অনেক উচ্চাভিলাষিী এবং জেদি ধরণের মানুষ৷ নিজের উন্নতির জন্য আপনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন৷ বর্তমানে সাফল্য না পেলেও সফলতা আপনি নিশ্চয়ই পাবেন৷ আপনি স্বার্থপর একেবারেই নন৷ কিন্তু মানুষ আপনাকে গ্মভীর প্রকৃতির মনে করেন  এবং আপনার সঙ্গে কম মেলামেশা করেন এমনকি আপনাকে স্বার্থপরও ভাবেন৷ আপনি কাউকে ভালবাসলে একটি বেশি পরিমাণেই তাকে ভালবাসেন৷ এমনকি ভালবাসার মানুষের সব ভুল আপনি মাফ করে দিতে পারেন৷ আপনাকে খুব লোকই সঠিক ভাবে বুঝতে পারেন৷ 

জন্ম তারিখ ২,১১, ২০, ২৯ হলে আপনার জন্ম সংখ্যা ২৷ এমনটা হলে:

আপনি একজন অত্যন্ত সৎ মানুষ৷ আপনার সততার জন্য আপনি মাঝেমধ্যেই বিপদে পড়ে থাকেন কিন্তু তা সত্ত্বেও আপনি সৎ হয়েই থাকতে চান৷ নিজের দায়িত্বজ্ঞান নিয়ে আপনি একটু বেশিই সচেতন৷ মানুষ আপনাকে একজন বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবেই মনে করেন৷ সকলে আপনাকে খুব সহজেই বিশ্বাস করেন অবং অবশ্যই আপনি সে বিশ্বাসের মর্যাদা রাখেন৷ আপনি আদতে একজন ভীষণ মজার মানুষ৷ আপনার চিন্তা ভাবনা বাকি দশজনের চেয়ে অনেক বেশি আধুনিক৷ 

জন্ম তারিখ ৩,১২, ২১, ৩০ হলে আপনার জন্ম সংখ্যা ৩৷ এমনটা হলে:

আপনি একজন আত্মকেন্দ্রিক মানুষ৷ নিজের বিভিন্ন চিন্তা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ নিজের এই চিন্তা ভাবনা নিয়েই আপনি দীর্ঘক্ষণ কাটিয়ে দিতে পারেন৷ তবে ভাল  বিষয় হল চিন্তা ভাবনা বেশি করলেও আপনার সিদ্ধান্ত সবসময় সঠিক থাকে৷ এক্ষেত্রে অনেকেই আপনাকে আধুনিক চিন্তাশীল মানুষ বলে থাকেন৷ তবে অনেকক্ষেত্রে আপনার সিদ্ধান্ত অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে৷ যদিও এতে আপনি নিজেকে একেবারেই বিচলিত বলে মনে করেন না৷ 

জন্ম তারিখ ৪,১৩, ২২, ৩১ হলে আপনার জন্ম সংখ্যা ৪৷ এমনটা হলে:

আপনি একেবারেই দর্শন তত্ত্বে বিশ্বাসী একজন মানুষ৷ আপনার আবেগও অনেক বেশি৷ আপনার চিন্তাভাবনা আপনার বন্ধু বা বাকি সকলের থেকে একেবারেই আলাদা৷ আপনার অনুভূতি শক্তিও রয়েছে৷বিভিন্ন ঘটনা ঘটার আগেই আপনি আঁচ করতে পারেন৷ মানুষ বেশির ভাগ সময়ই আপনাকে ভুল বুঝে দুরে সড়ে যান৷আপনি ঠিক কেমন মানুষ তা কেউ একেবারেই বুঝতে পারেননা৷ এমনকি পরিবার বা অত্যন্ত আপনজনও আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেন না৷ 

জন্ম তারিখ ৫,১৪, ২৩ হলে আপনার জন্ম সংখ্যা ৫৷ এমনটা হলে:

আপনি কারোর উপর আধিপত্য করতে খুব ভালবাসেন৷ আপনি আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতা খুব বেশি পছন্দ করেন৷ আপনি নেতৃত্ব দিতেও ভালবাসেন৷ সমস্ত কাজই আপনি নিজের মতো করে করতে চান৷ আপনি অন্যের উপর ভরসা করার চেয়ে নিজেরকে অবলম্বন করেন৷ আপনি আপনার পছন্দের মানুষের জন্য সমস্ত কষ্ট করতে পারেন তবে যদি তারা আপনার কথা মতো চলেন৷ 

জন্ম তারিখ ৬,১৫,২৪ হলে আপনার জন্ম সংখ্যা ৬৷ এমনটা হলে:

আপনি অনেক বেশি হাসিখুশি ও সেনসিটিভ স্বভাবের মানুষ৷ এই কারণেই সকলে আপনাকে বেশ পছন্দ করেন৷ আপনি সকলেই সঙ্গেই আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন সেই কারণেই সকলে আপনার সঙ্গ পছন্দ করেন৷ আপনি সকলের কাছে বেশ জনপ্রিয়ও৷ তবে একই সঙ্গে সেনসিটিভ স্বভাবের জন্য মানুষ আপনের সঙ্গে খানিকটা দূরত্বও বজায় রাখেন৷ নিজের ভাবনা চিন্তা প্রতিনিয়ত উন্নত করতে চান আপনি৷ ভালবাসা দিয়েই সব কিছু জয় করতে বিশ্বাস করেন আপনি৷ যে কোন মানুষের প্রতি আপনার ভালবাসা একটু বেশি৷ 

জন্ম তারিখ ৭,১৬, ২৫ হলে আপনার জন্ম সংখ্যা ৭৷ এমনটা হলে:

আপনি একজন হাসিখুশি ও উদ্বেগহীন মানুষ৷ আপনি একই সঙ্গে সমঝোতায় বিশ্বাসী৷ আপনি ভাবেন কারোর ভাল করলে সেও আপনার ভালই করবে৷ আপনি খুল ভাল শ্রোতা৷ আপনি সকলেই হাসিমুখ দেখতে পছন্দ করেন বলেই আপনি সকলের কাছে জনপ্রিয়৷ সাংসাঘিত সংস্যা বা দুশ্চিন্তা ঝেড়ে ফেলে তার সমাধানের চেষ্টা করতে পারেন আপনিষ কোন চিন্তা বা উদ্বেগ আপনাকে স্পর্শ করতে পারে না৷ সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে৷ 

জন্ম তারিখ ৮,১৭, ২৬ হলে আপনার জন্ম সংখ্যা ৮৷ এমনটা হলে:

আপনি অনেক বেশি চার্মিং ও এনার্জেটিক ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ৷ আপনি ঘুরতে খুব ভালবাসেন৷ আপনি মনে করেন জীবন একটাই তাই যতটা সম্ভব মজা করে নেওয়া ভাল৷ আপনার মধ্যে কোন মেকি ভাব নেই৷ আপনি যেমন ঠিক সেভাবেই সকলেই সামনে নিজেকে উপস্থাপন করতে ভালবাসেন৷মানুষ আপনার সোজাসাপটা কথা বলার ধরণ অপছন্দ করেন৷ আপনি নিজের চিন্তা ভাবনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন৷ 


জন্ম তারিখ ৯,১৮, ২৭ হলে আপনার জন্ম সংখ্যা ৯৷ এমনটা হলে:

আপনি ভাগ্যে বিশ্বাসী একজন মানুষ৷ আপনি নিজের জীবনকে ভগবানের উপহার বলে মনে করেন৷ আপনি খুব আশাবাদী একজন মানুষ৷ আপনি জীবনে যা চেয়েছেন তার বেশির ভাগই পেয়েছেন এবং পাবেন বলে আশা করেন৷এই কারণে আপনি আপনার ভাগ্যের উপর বির্ভর করতেই চলতে পছন্দ করেন৷ যে পেয়েছেন তা নিয়ে গর্ব বোধ করেন আপনি৷ আপন জনের জন্য অনেক কাজই করেন আপনি৷ অনেকেই আপনার পথ অনুসরণ করে৷
(জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে রচিত)

মুখচোরা ছেলেরাও পারেন ডেটিংয়ের সমস্যা কাটাতে

১) অনেকেই রয়েছেন হাবে-ভাবে একেবারে শাহরুখ খান, কিন্তু মেয়েদের সামনাসামনি হতে গেলেই এক্কেবারে গুটিয়ে যান৷তাই প্রথমেই মুখোমুখি কথা বলতে না চাইলে সাহায্য নিন অনলাইন চ্যাটিংয়ের৷ আড্ডা দিন, মন খুলে কথা বলুন, শেয়ার করুন ব্যক্তিগত কিছু বিষয়ও৷অন্তত সামনাসামনি কথা বলার আত্মবিশ্বাসটা এতে চলে আসবে৷ দেখবেন জড়তা কেটে যাচ্ছে৷
 ২) প্রথম যেদিন মুখোমুখি দেখা মানে ডেটিংয়ে যাবেন, সেদিন একদম অন্যজনকে ইমপ্রেস করার কথা ভাববেন না৷ মনে করুন আর পাঁচটা অন্য বন্ধুর মতোই একজন নতুন বন্ধুকে জানতে যাচ্ছেন আপনি৷
৩) নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন৷ অযথা সাজগোজ বা অতিরিক্ত হাত-পা ঠান্ডা হওয়া- এই দুই বিপরীতধর্মী অবস্থাই আপনার পক্ষে ক্ষতিকারক৷তাই যথাসম্ভব নিজের স্বাভাবিকত্ব ধরে রাখুন৷
৪)আগে থাকতে একটু ঝালিয়ে নিন৷ আয়নার সামনে দাঁড়িয়ে কোন কথা, কীভাবে বলবেন তার একটা রিহার্সাল দিয়ে নিন৷
৫) প্রথম দিনেই গোলাপ ফুল নিয়ে আই লাউ ইউ বললে আপনার সম্পর্ক কেঁচে যাবে৷ তাই ফার্স্ট ডেটিংয়ে চেষ্টা করুন, মেয়েটির মনোভাব বুঝে সেই মতো এগোতে৷
৬) খুব বেশি নার্ভাস লাগলে কোনও কমন বন্ধুর সাহায্য বা টিপস নিন৷ অবশ্য যদি তার আগে থেকে এরকম অভিজ্ঞতা থাকে৷
৭) রিহার্সাল করেছেন বলেই নিজের কথা নিজেই বলে যাবেন, এমনটা করলে উল্টোদিকে বসা মেয়েটিও কিন্তু বিরক্ত হবে৷ তাকেও বলার সুযোগ দিন৷
৮) একদম ফর্মাল হাই হ্যালো, হাউ আর ইউ দিয়ে শুরু করে লুকিং কিউট-এর মতো প্রশংসাসূচক মন্তব্য করুন৷ আপনার ইমেজটা ভালো হবে৷

৯) সাহস করে একদিন প্রপোজটা না হয় করেই ফেলুন৷ কী হবে? হয় সে না বলবে, অথবা উঠে চলে যাবে৷ পাবলিক প্লেসে আপনাকে ধরে তো আর মারবে না৷ তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতে হবে যে, বেটার লাক নেক্সট টাইম!

কোন স্বপ্নের কি পূর্বাভাস

স্বপ্ন কে না দেখেন? তবে একেকজনের স্বপ্নের ধরণ একেক রকম। স্বপ্ন নিয়ে গবেষণাও কম হয়নি। কোন কোনও গবেষকের মতে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, আবার কারো মতে স্বপ্ন অর্থহীন। কিছু বিজ্ঞানী বলেন স্বপ্ন নাকি সাদাকালো, তবে মজার ব্যাপার হলো অনেকে কিন্তু রঙিন স্বপ্নও দেখে! স্বপ্ন যাই হোক না কেন, লোকসংস্কৃতিতে রয়েছে স্বপ্ন অনুযায়ী স্বপ্নের মানে। সুদূর অতীত থেকেই মানুষেরা স্বপ্নের এসব অর্থ বিশ্বাস করে আসছে। পুরনোপন্থি মানুষের মুখেও শুনতে পাওয়া যায় রাতে দেখা স্বপ্নের অর্থ। আপনিও নিশ্চই স্বপ্ন দেখেন৷ তাহলে জেনে নিন আপনার স্বপ্নের মানে কি?  

১. মাছ:

স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থ প্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে।

২. গরু:

স্বপ্নে নিজের গরু দেখা মানে হল ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।

৩. ঘনিষ্ঠ

স্বপ্নে কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারও সঙ্গে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন।

৪. পড়ে যাওয়া:

স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হল কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হল মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্নতায় ভুগছেন।

৫. জলে ডুবে যাওয়া:

স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হল বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস।

৬. সাপ:

স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্য ও বংশবৃদ্ধির লক্ষণ।

৭. দাঁত নড়া:

স্বপ্নে দাঁত নড়তে দেখলে নিকট আত্মিয় কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে।

৮. গাছ:

ফলভরতি গাছ দেখার অর্থ হল ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে।

৯. আগুন লাগা:

গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া।

১০. নগ্ন:

নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হল তার সম্মানহানি।