সোমবার, ১৬ মে, ২০১৬

নাইটদের ন’উইকেটে হারাল বেঙ্গালুরু


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-  ১৮.৪ ওভারে এক উইকেটে ১৮৬  
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩
বেঙ্গালুরু ন’উইকেটে জয়ী৷

শাহরুখ ও পরিনীতির উপস্থিতিতে নাইটদের ন’উইকেটে হারের সাক্ষী রইল কলকাতা৷ বিরাট (অপরাজিত ৭৫) ও এবিডির(৫৯) ব্যাটে ভর করে ম্যাচ জিতল বেঙ্গালুরু৷




কোহলির মতো অর্ধ-শতরান পূর্ণ করলেন ডিভিলিয়ার্সও৷

আরও একটি অর্ধ-শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি৷ 

কোহলি ও এবি ডিভিলিয়ার্স জুটি বেঙ্গালুরুর জয়ের রাস্তা প্রশস্ত করছেন৷  

আউট গেইল!!! সুনীল নারিন নিজের দ্বিতীয় ওভারে তুলে নিলেন বিপজ্জনক হতে শুরু করা ক্যারিবিয়ান তারকাকে৷ ৩১ বলে ৪৯ রান করে ডাগ-আউটে ফিরলেন তিনি৷ 

ইডেনে গেইল ও কোহলি ‘ঝড়’ আছড়ে পড়েছে৷


নাইট বনাম চ্যালেঞ্জার্স ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত বলিউড বাদশা শাহরুখ খান এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি৷

বিরাটদের সামনে জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স৷ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল (৩৯) ও সাকিব আল হাসান(১৮) 

১৫.২ ওভার- সূর্যকুমার যাদব আউট! মাত্র পাঁচ রান করে ফিরে গেলেন তিনি৷

১৪.১ ওভার- চাহালের বলে মাত্র ৬ রান করে ষ্ট্যাম্প-আউট হলেন পাঠান৷
১৩.৪ ওভার- অর্ধ-শতরান করার পরেই আউট হলেন মনীশও৷ লং-অনে এবিডিকে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
১৩.২ ওভার- শ্রীনাথ অরবিন্দের বলে এক রান নিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন মনীশ পাণ্ডে৷

১০.৩ ওভার- পাণ্ডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ডাগ-আউটে ফিরলেন গৌতম গম্ভীর (৫১)৷

১০ ওভার শেষে কলকাতার রান এক উইকেটে ৮৭৷

৯.৪ ওভার- অর্ধ-শতরান পূর্ণ করলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর৷


৭ ওভার- চাহালের ওভার থেকে ১৬ রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷

ক্রিজে এলেন মণীশ পাণ্ডে৷

২.২ ওভার: ইকবাল আবদুল্লাহর বলে ক্যাচ আউট হলেন উথাপ্পা৷দু’রান করে ফিরলেন তিনি৷

খেলা শুরু৷ক্রিজে এলেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷


কেকেআর: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান,  সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, অঙ্কিত রাজপুত, সুনীল নারিন, মর্নি মর্কেল৷

আরসিবি: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, সচিন বেবি, স্টুয়ার্ট বিনি, লোকেশ রাহুল, এস অরবিন্দ, ওয়াইএস চাহাল, ক্রিস জর্ডন, ইকবাল আবদুল্লা৷

রবিবার, ৮ মে, ২০১৬

ইডেনে কলকাতা-গুজরাত লড়াই: Live

কলকাতাকে পাঁচ উইকেটে হারিয়ে লিগ শীর্ষে ফের গুজরাত লায়ন্স৷

রায়না আউট..! লায়ন্স তিন উইকেটে ১১৬ রান৷

১২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে গেল লায়ন্স৷জয়ের জন্য দরকার আর মাত্র ৫০ বলে ৫৯৷

লায়ন্সের দ্বিতীয় উইকেটের পতন৷ ম্যাকালাম আউট৷গুজরাত ৬৭/২৷

কিন্তু ষষ্ঠ ওভারেই স্মিথকে ডাগ-আউটে ফেরান শাকিব৷লায়ন্স ৪২/১৷

২৭ রানে আউট হন স্মিথ৷ম্যাকালামের সঙ্গে ক্রিজে লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না৷

পাঁচ ওভার শেষে গুজরাতের রান বিনা উইকেটে ৩৬৷

লায়ন্স প্রথম ওভারে ১ রান নিলেও দ্বিতীয় ওভার থেকে ব্যাট খুলে খেলতে শুরু করেন দুই ওপেনার৷

রিপ্লে-তে পরিষ্কার দেখা যায় বল ম্যাকালামের ব্যাটে লেগেছিল৷
প্রথম ওভারে ম্যাকালামের বিরুদ্ধে জোরাল আবেদন নাকচ আম্পায়ারের৷

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামল গুজরাত লায়ন্স৷ক্রিজে দুই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম ও ডোয়েন স্মিথ৷
---------------------------------------------------------------------------------
আইপিএলে রেকর্ড পার্টনারশিপ শাকিব-পাঠানের৷পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করে নজির গড়ে শাকিব-পাঠান জুটি৷

গুজরাতের সামনে ১৫৯ রানের লক্ষ্য রাখল কলকাতা৷২৪ রানে চার থেকে চার উইকেটে ১৫৮ রান তুলল নাইট ইনিংস৷শাকিব অপরাজিত ৬৬ ও পাঠান অপরাজিত ৬৩৷  

শাকিবের ছক্কায় ১৫০ রানের গণ্ডি টপকাল কেকেআর৷

পাঠান-শাকিবের সেঞ্চুরি পার্টনারশিপে ভদ্রস্থ স্কোর নাইটদের৷ দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন৷ ১৯ ওভার শেষে কেকেআর চার উইকেটে ১৪৫ রান৷ 

১৫ ওভার শেষে নাইটদের স্কোর ৯৮/৪৷ পাঠান ৪৮ ও শাকিব ২৪৷

১৪ ওভারে চার উইকেটে ৮৮ রান তুলেছে কেকেআর৷পাঠান ৪০ ও শাকিব ২৩ রানে ক্রিজে রয়েছেন৷ 

আগের ম্যাচে পাঠানি ইনিংসে কিংস বধ করেছে নাইটরা৷ এদিনও নাইট ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে লায়ন্সের বিরুদ্ধে লড়ছেন পাঠান৷

কেকেআর-কে ম্যাচ ফেরাল পাঠানি ইনিংস৷ ১২ ওভারে চার উইকেটে ৭৪ রান তুলেছে নাইটরা৷ ইউসুফ পাঠান সঙ্গত দিচ্ছেন শাকিব৷


নাইট ব্যাটসম্যানদের হারাকিরি অব্যাহত৷ডাগ-আউটে ফিরলেন সুর্যকুমার৷ কেকেআর ২৪ রানে ৪ উইকেট৷

আইপিএল নাইনে সবচেয়ে খারাপ শুরু নাইটদের৷লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ওভার শেষে কেকেআর-এর রান ২১/৩৷সূর্যকুমার যাদব ৩ ও শাকিব আল-হাসান ০৷

কেকেআর ২১ রানে তিন উইকেট৷উথাপ্পা আউট৷১৪ রানে ধবল কুলকার্নির শিকার উথাপ্পা৷

তৃতীয় বলে মণীশ পাণ্ডেও ফিরলেন ডাগ-আউটে৷কেকেআর ১৫ রানে দু’উইকেট৷পাণ্ডের ঝুলি শূন্য৷

তৃতীয় ওভারের প্রথম বলেই নাইট অধিনায়ককে ডাগ-আউটে ফেরালেন প্রবীণ কুমার৷গম্ভীরের লেগ-স্টাম্প ছিটকে দেন ৷মাত্র ৫ রান করেন গম্ভীর৷

প্রথম ওভারে কোনও উইকেটে না-হারিয়ে ৫ রান৷  

ক্রিজে নাইটদের দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা৷দু’জনেই দুরন্ত ফর্মে রয়েছেন৷
স্বপ্নের গতিতে এগোছে কেকেআর৷রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে টস জিতে কলকাতা নাইটরাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত লায়ন্স৷এই ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই৷আগের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কেকেআর৷পঞ্জাবের ম্যাচের দলই এদিন অপরিবর্তিত রাখে গম্ভীর অ্যান্ড কোং৷ নাইটদের উজ্জীবিত করতে এদিন মাঠে হাজির কেকেআর মালিক কিং খান৷

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

অবশেষে লড়াই শেষ বঙ্গ ভোটের উৎসব, ভোট পড়ল ৮৪.২৪ শতাংশ : LIVE


  •  অবশেষে বৃহস্পতিতেই শেষ হল বঙ্গ ভোটের উৎসব৷ পূর্ব মেদিনীপুরের ১৬টি ও কোচবিহারের ৯টি কেন্দ্রে ভোটদের হার মোট ৮৪.২৪ শতাংশ৷ কোচবিহারে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জে ভোট পড়েছে ৮২.২৪ ও পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর ও এগরা মিলিয়ে ভোট পড়েছে ৮৫.০৯ শতাংশ৷বেলা তিনটে পর্যন্ত নির্বাচন কমিশনে এক হাজার ৩০৪টি অভিযোগ জমা পড়ল। কোচবিহারে ৭১৯টি এবং পূর্ব মেদিনীপুর ৫৮৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনে৷

    • শেষ দফায় সূর্যের মুখে ‘শান্তি’র ভোট বাক্য৷ভোট পরবর্তী হিংসা রুখতে ‘প্রতিরোধের’ ডাক সূর্যের৷ মন্তব্য, ‘‘প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখুন৷ তারপরেও যদি অশান্তি হয়, তবে বিরোধীরাও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়বে৷’’  কোচবিহারে ৬০টি ও পূর্ব মেদিনীপুরে ৩৩১টি বুথে বিরোধীদের বসতেই দেওয়া হয়নি বলে দাবি সূর্যকান্ত মিশ্রের৷ 

    • দিনভর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ার জেরে তৃণমূলের দুই দাপুটে নেতা উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআর৷বুথে ঢুকে ভোট কর্মীকে ‘দেখে নেওয়া’র হুমকি দেওয়ার অভিযোগে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ কমিশনের৷ একই সঙ্গে, অন্যের ভোট নিজে দেওয়ার অভিযোগে উদয়ন গুহের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিল কমিশন

    • ভোটের লাইনে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের৷কোচবিহার উত্তরের ঘটনা৷

    • চলছে পূর্ব মেদিনীপুরের ১৬টি ও কোচবিহারের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ৷ দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার ৭৩.৭৫ শতাংশ৷ কোচবিহারে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জে ভোট পড়েছে ৭২.৩১ ও পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর ও এগরা মিলিয়ে ভোট পড়েছে ৭৫.১৯ শতাংশ৷বেলা তিনটে পর্যন্ত নির্বাচন কমিশনে এক হাজার ৩০৪টি অভিযোগ জমা পড়ল। কোচবিহারে ৭১৯টি এবং পূর্ব মেদিনীপুর ৫৮৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনে৷

    • দিনহাটায় বুথে ঢুকে অন্যের ভোট দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷অনুগামীদের নিয়ে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ৷ বিধি ভেঙে ১২৩ নম্বর বুথে ঢুকে ইভিএমের কাছে গিয়ে অন্যের ভোট দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷তৃণমূল প্রার্থী উদয়ন গুহের বিরুদ্ধে এফআইআর দায়ের দাবি সিপিএমের৷ অন্যের ভোট দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ সিপিএমের৷ 

    • কোচবিহারে ফরওয়ার্ড ব্লক কর্মীকে মারধরের অভিযোগ৷অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷

    • তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা পড়ার পর অবশেষে নড়েচড়ে বসল কমিশন৷ সেক্টর অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় জেলা শাসককে বিস্তারিত রিপোর্টে চেয়ে পাঠাল নির্বাচন কমিশন৷

    • তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের দাবি সিপিএমের৷

  • বুথে ঢুকে ভোট কর্মীদের শাসানির অভিযোগ তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের৷ সেক্টর অফিসারকে ধমক দেওয়ার অভিযোগ৷ নাটাবাড়ি কেন্দ্রে বুথে ঢুকে সেক্টর অফিসারের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঘোষের মন্তব্য, ‘‘সিপিএমের হয়ে দালালি করছেন? বুথ ঘেরাও করে দেব৷আপনার নাম কি? কোথায় চাকরি করেন? দেখছি পরে কি করা যায়৷’’ 

    • ভোটের দায়িত্ব না থাকা সত্ত্বেও, পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ৷বুথে ঢুকে ‘দাদাগিরি’র অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে৷ নাটাবাড়ির স্থানীয় সিপিএম নেতার ছেলে ‘অভিযুক্ত’ ওই পুলিশ অফিসার রাজেশ বর্মনকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী৷এমনটাই অভিযোগ তৃণমূলের৷প্রিসাইডিং অফিসারকে ঘটনার রিপোর্ট তলব৷

    • দুই জেলার ২৫ কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত মোট ১১৬৯টি অভিযোগ জমা পড়ল কমিশনে৷ পূর্ব মেদিনীপুর ও কোচবিহার থেকে বিক্ষিপ্ত অশান্তির উঠে এসেছে৷ কোচবিহার থেকে ৬৫০টি অভিযোগ জমা পড়েছে কমিশনে৷ বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশন৷ 

    • ভোট দিলেন দেশ ফিরে পাওয়া একদা ছিটমহলের বাসিন্দারা৷ ছবি-সৌরভ দেব৷

      দুপুর একটা পর্যন্ত দুই জেলার ২৫ কেন্দ্রে ভোটের হার ৬১.৮৮ শতাংশ,পূর্ব মেদিনীপুরে ১৬ কেন্দ্রে ৬৩.৬১ ও কোচবিহারের নয় কেন্দ্রে ভোট পড়েছে ৫১.৮১ শতাংশ৷

    • পাঁশকুড়ার মাইসোরে ভোট দিতে পারলেন না ভোটাররা৷ গ্রামে ঢুকে ভোটারদের হুমকি৷ বুধবার রাতে শাসকদলের কর্মীরা ভোটারদের হুমকি দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ৷পাঁশকুড়া পূর্বে আক্রান্ত বাম কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের ১৪৭ ও ১৪৯ নম্বর বুথের ঘটনা৷

       

    • রাজ্যে শেষ দফার নির্বাচন প্রসঙ্গে আত্মবিশ্বাসী বিমান বসুর দাবি, ‘‘১৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন৷ দেখতে পাবেন, বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন৷’’ 

    • ভোট লুঠ রুখতে আক্রান্ত বাম কর্মী৷ পাঁশকুড়া পূর্বেপ ১৪৭ ও ১৪৬ নম্বর বুথের ঘটনা৷অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ঘটনায় গ্রেফতার তিন তৃণমূল কর্মী৷

    • গোপন বৈঠক-কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে সূর্যের অভিযোগ ভিত্তিহীন৷ শুভেন্দুর টাওয়ার লোকেশন খতিয়ে দেখে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। 

    • কালীচরণপুর বারুণীস্নান প্রাথমিক বিদ্যালয়ের ২২৭ নম্বর বুথে আক্রান্ত সংবাদমাধ্যম৷

    • পূর্ব মেদিনীপুরের ময়নার ১৯৩ নম্বর বুথে কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ আধা সেনার বিরুদ্ধে৷ নন্দীগ্রামের কেন্দুয়ামারিতে দেদার চলছে ছাপ্পা ভোট৷ অভিযুক্ত তৃণমূল, দাবি সিপিএমের৷ ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে হলদিয়ায় আক্রান্ত সংবাদমাধ্যম। তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ৷ 

    •  ভোট দিলেন শুভেন্দু অধিকারী৷

      • অধীর গড়ে প্রকাশ্যে তৃণমূলের সাধারণ সম্পাদককে গুলি-কাণ্ডে রিপোর্ট তলব কমিশনের৷ জেলাশাসকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের৷

    • খেজুরিতে বারাতলায় ভোটারদের হুমকি৷বারাতলার ১১৭ কেন্দ্রে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ৷ অভিযুক্ত তৃণমূল, দাবি সিপিএমের৷

    • শীতলকুচিতে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ আধা-সেনার বিরুদ্ধে৷ লাঠিচার্জের অভিযোগ৷ এলাকায় উত্তেজনা৷

    • ফের আক্রান্ত শৈশব৷তমলুকে পঞ্চম শ্রেণীর ছাত্রকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ৷ মাথায় গুরুতর আঘাত৷ আহত ওই ছাত্রকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷তমলুকের ৯৪ নং বুথের ঘটনা৷ অভিযোগের তির আধা সেনার বিরুদ্ধে৷

    • ভোট চলাকালীন বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের৷মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তৃণমূলের অভিযোগ দায়ের৷ভোট চলাকালীন বিজেপির স্ট্রিং ফুটেজ দেখাকে কেন্দ্র করে কমিশনে অভিযোগ তৃণমূলের৷  

    • ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ইছাপুরের ২৪ নম্বর বুথে৷ ময়দায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার৷

    • শেষ দফার ভোটের বেলা ১১টা পর্যন্ত কমিশনে ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে৷ কোচবিহারের নয়টি কেন্দ্র থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনে৷ কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে ভোটারদের ভয় হুমকি দেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ওই কেন্দ্রে ২২৮ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷  

       

  • সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৪৫.৮৮ শতাংশ। কোচবিহারে ৪২.০৭ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৪৮.০২ শতাংশ। 
  • মেজাজ হারালেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। খোদ দলীয় কর্মীকে চড় প্রার্থীর। তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরপরেই মেজাজ হারিয়ে কর্মীকে চড় প্রার্থীর। অভিযোগ, ক্যাম্প অফিসে অযথা বহিরাগতদের ভিড় বাড়ছিল।
  • বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। 
  • শেষ দফার ভোটে একাধিক জায়গায় চলছে সন্ত্রাস। সংবাদমাধ্যমকে খবর করতে বাধা। 
  • বেলা বাড়তেই একের পর এক অভিযোগ জমা পড়ছে কমিশনে। 
  • কোচবিহারের নাটাবাড়িতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। লাইনে ভোটারদের সঙ্গে লাগাতার কথা বলতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা আজিজুল হককে। এমনকি বুথের মধ্যে মোবাইলে কথা বলতেও দেখা যায় তাঁকে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দাওয়াগুড়ির ১২৪ এবং ১২৫ নম্বর বুথে।
  • সকাল ৯ টা পর্যন্ত সার্বিক ভোটের হার ২৩.৪৬। কোচবিহারে ভোটের হার ২১.৫৯ এবং পূর্ব মেদিনীপুরে ভোটের হার ২৪.৪৫ শতাংশ। 
  • চলছে ছাপ্পা, মায়ের হয়ে ভোট দিলেন ছেলে৷
  • হলদিয়ার একাধিক বুথে বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।   
  • একাধিক বুথে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ। 
  •  কমিশনে বাড়ছে ক্রমশ অভিযোগের সংখ্যা। ৩০০-রও বেশি অভিযোগ জমা পড়ল কমিশনে।
  • শীতলকুচিতে উত্তেজনা। ভোটারদের ব্যাপক মারধরের অভিযোগ। ভোটারদের বাঁচাতে গেলে সিপিএম কর্মীদের খুনের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। 
  • বহরমপুরের জেলা সম্পাদককে কাছ থেকে পর পর গুলি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। (খবরটি আরও বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিংকে)
  • ময়না এলাকাতে বিরোধীর এজেন্টের বাবাকে অপহরণের অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। 
  •  সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমিশনে এসেছে ২৫০টি অভিযোগ। যার বেশিরভাগ অভিযোগই এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। প্রত্যেকটি অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে কমিশন।
  • ময়না বিধানসভা এলাকায় ব্যাপক উত্তেজনা। বাগচার বিভিন্ন এলাকায় ভোটারদের হুমকি, সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়া মাত্রই ব্যাপক ধর-পাকড় শুরু করেছে রাজ্য পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে পাঁচ তৃণমূল কর্মীকে আটক।  
  • রামনগরের একাধিক বুথে বহিরাগতদের দাপাদাপির অভিযোগ। পাশকুড়ায় বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ।
  • নন্দীগ্রামের ২০৮ নম্বর বুথে ছোলা, মুড়ি আর শিশুদের আইসক্রিম ও চকোলেট দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।  
  • নন্দীগ্রামে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ। ভয় দেখানোর অভিযোগ এলাকাবাসীর।
  • নন্দীগ্রামে প্রফুল্লচকে রাত থেকে ভোট দিতে যেতে না যাওয়ার হুমকি বাসিন্দাদের। আটকে রাখা হয়েছে তাঁদের। এমনকি বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না। পর্যবেক্ষককে অভিযোগ বিজেপির ব্লক সভাপতির।  
  • কোচবিহারে একের পর অভিযোগ বিরোধীদের। একাধিক জায়গায় সিপিএম-কংগ্রেস এজেন্টকে বসতে বাধা।
  • কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে ৮/৪২ নম্বর বুথে EVM খারাপ।
  • নন্দীগ্রামের কালীচরণপুর ও কেন্দামারিতে বুথে সিপিএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ।
  • হলদিয়ায় ভোট দিলেন শুভেন্দু অধিকারী
  • এগরার ২৭ নম্বর বুথে EVM খারাপ হওয়ায় ভোট বন্ধ।
  • পূর্ব মেদিনিপুরের একাধিক বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। 
  • শীতলকুচি ২৪২ এবং ২৪৩ নম্বর বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা। অভিযোগের তির তৃণমূলের দিকে। এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ।  
  • পূর্ব মেদিনীপুর জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সাড়ে সাত হাজার রাজ্য পুলিশ। আর কোচবিহার জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ১২৩ কোম্পানি এবং থাকছে সাড়ে চার হাজার রাজ্য পুলিশ। দুটি জেলাতেই বুধবার সন্ধ্যা ছ’টার পর থেকে জারি হয়েছে ১৪৪ ধারা। দুই জেলার ৫৮ লক্ষ ৪ হাজার ১৯ জন ভোটার ১৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
  • আজ বৃহস্পতিবার শেষ দফার ভোটেও কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর ও কোচবিহার জেলায় ২৫টি আসনে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কড়া নজরদারি শুরু হয়েছে। দুটি জেলায় ৩৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬,৭৭৪টি বুথ পাহারার পাশাপাশি ছ’টি স্তরে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী। চলছে গাড়ি তল্লাশি। মোটরবাইকসহ সব গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সন্ধ্যা ছ’টায় ভোট প্রচার শেষ হওয়ার পর শুরু হয়েছে জেলাজুড়ে তল্লাশি। চলছে নদীপথেও তল্লাশি। কলকাতার ভোটের মতো ওই দুই জেলাতেও তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী।