রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মোদীকে নাম-ঠিকানা জিজ্ঞেস করল বিএসএনএল


অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বিএসএনএল সংস্থার তরফ থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করা হয়েছে, তাঁর নাম, ফোন নম্বর, ঠিকানা। এই তথ্যগুলি পাওয়ার পর সংস্থার তরফ থেকে ট্যুইট করে ধন্যবাদও জানানো হয় নরেন্দ্র মোদীকে।

আর সেই ট্যুইট নিয়েই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মোদীর কাছে নাম, ফোন নম্বর চাওয়া হয়েছে দেখে তা নিয়ে মজা করতে শুরু করে নানারকমের ট্যুইট করেন অনেকেই। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ধরনের প্রশ্ন করা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এটাই প্রথমবার নয়। কিছুদিন আগেই সচিন তেন্ডুলকরকে পুরো নাম জিজ্ঞাসা করায় বিতর্কের মুখে পড়তে হয় সচিন তেন্ডুলকরকে। 

কোন মন্তব্য নেই: