আন্দামানকে কিছু দিন আগেই নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত হিসেবে দেখিয়েছিল চিন। এ বার আরও একধাপ এগিয়ে সরাসরি আন্দামান সাগরে ঢুকে পড়ল চিনের একটি সাবমেরিন টেন্ডার। ভারতীয় নৌসেনার রাডারে দেখা গেল লাল বিন্দু। ভারতীয় জলসীমায় ঢুকে পড়া জলযানটি যে আদতে চিনা রণতরী, তা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর কমান্ডে সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পিপলস লিবারেশন আর্মি নেভি’র যে যুদ্ধজাহাজটিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে মঙ্গলবার দেখা গিয়েছে, সেটি একটি সাবমেরিন টেন্ডার। জলের তলা দিয়ে গোপনে হানা দেওয়া সাবমেরিনকে সাহায্য করতে এবং সাবমেরিনে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে এই ধরণের রণতরী ব্যবহৃত হয়।
কমান্ডার ই চিফ ভাইস অ্যাডমিরাল পি কে চট্টোপাধ্যায় বলেন, ''চিনা রণতরীর চলাফেরার উপর নজরদারি চালানো হচ্ছে। এটাই প্রথমবার নয়। আগেও এই দ্বীপের আশেপাশে চিনা রণতরী দেখা গিয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।'' তিনি আরও জানিয়েছেন গত ৮-৯ মাসে আন্দামান নিকোবরের প্রতিরক্ষা পরিকাঠামো খুব দ্রুত বাড়িয়েছে নয়াদিল্লি। বেশ কিছু নতুন রাডার এসেছে। একটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতিমধ্যেই টহল দিচ্ছে আন্দামান সাগরে। ফলে কোনও দেশ জলের তলায় লুকিয়ে হানা দেওয়ার চেষ্টা করলে, তা সফল হবে না। মিসাইল করবেট গোত্রের একটি বিশাল যুদ্ধজাহাজ ১ এপ্রিল আন্দামান নিকোবর কম্যান্ডের হাতে আসছে বলেও ভাইস অ্যাডমিরাল জানিয়েছেন।
এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পিপলস লিবারেশন আর্মি নেভি’র যে যুদ্ধজাহাজটিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে মঙ্গলবার দেখা গিয়েছে, সেটি একটি সাবমেরিন টেন্ডার। জলের তলা দিয়ে গোপনে হানা দেওয়া সাবমেরিনকে সাহায্য করতে এবং সাবমেরিনে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে এই ধরণের রণতরী ব্যবহৃত হয়।
কমান্ডার ই চিফ ভাইস অ্যাডমিরাল পি কে চট্টোপাধ্যায় বলেন, ''চিনা রণতরীর চলাফেরার উপর নজরদারি চালানো হচ্ছে। এটাই প্রথমবার নয়। আগেও এই দ্বীপের আশেপাশে চিনা রণতরী দেখা গিয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।'' তিনি আরও জানিয়েছেন গত ৮-৯ মাসে আন্দামান নিকোবরের প্রতিরক্ষা পরিকাঠামো খুব দ্রুত বাড়িয়েছে নয়াদিল্লি। বেশ কিছু নতুন রাডার এসেছে। একটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতিমধ্যেই টহল দিচ্ছে আন্দামান সাগরে। ফলে কোনও দেশ জলের তলায় লুকিয়ে হানা দেওয়ার চেষ্টা করলে, তা সফল হবে না। মিসাইল করবেট গোত্রের একটি বিশাল যুদ্ধজাহাজ ১ এপ্রিল আন্দামান নিকোবর কম্যান্ডের হাতে আসছে বলেও ভাইস অ্যাডমিরাল জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন