বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ভর্তি হওয়া ছাত্রদের ক্ষেত্রে কার্যকরী হবে না আইআইটির নয়া সিদ্ধান্ত



কলকাতা : খড়গপুর আইআইটি-র ছাত্রদের  বিক্ষোভের জেরে পিছু হটল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক ৷বুধবার সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে  আইআইটি-তে  পড়ার খরচ ১২২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা ইতিমধ্যেই স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্রদের ক্ষেত্রে কার্যকরী করা হবে না৷সমস্ত আইআইটি-র অধিকর্তা কাছে মানব সম্পদ মন্ত্রক পক্ষ থেকে এই মর্মে সংশোধিত চিঠি পাঠান হয়েছে ৷যাতে বলা হয়েছে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে নয়া বর্ধিত ফি নেওয়া হবে সেই সব ছাত্রদের থেকে যারা ভর্তি হচ্ছে ২০১৬-১৭  শিক্ষাবর্ষতে ৷ এই ফি বৃদ্ধি ঘোষণার পর থেকেই আইআইটির ছাত্র-ছাত্রীদের অসন্তোষ  প্রতিফলিত হয় সোশ্যাল মিডিয়াতেও৷

কোন মন্তব্য নেই: