বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

ভূমিকম্পে ফের কেঁপে উঠল কলকাতা সহ দেশ LIVE



  • পশ্চিমবঙ্গে ভূমিকম্পের জেরে আহতের সংখ্যা এখনও পর্যন্ত ছয় জন।
  • মনিপুরে গুরুতর জখম সাত জন।
  •  ভূমিকম্পের জেরে ভেঙে পড়ল ইম্ফলের একটি থানা।
  • কম্পনের জেরে বিপদে পড়লে ফোন করুন ১০০ নম্বরে। লালবাজার পুলিশের তরফে জানানো হয়েছে, যে কোনওরকম সহযোগিতার জন্য বাহিনী তৈরি রয়েছে। কম্পনের জেরে কোনও সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ।
  • কম্পন আতঙ্কে অসুস্থ ৪। ধুপগুঁড়ির ঘটনা। অসুস্থ একজনকে ধুপগুঁড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  • আফটার শকের আতঙ্কে ভুগছে কলকাতা সহ গোটা রাজ্য। যে কোনও মুহূর্তে ফের কেঁপে উঠতে পাড়ে কলকাতা। আলিপুর হাওয়া অফিস এই বিষয়ে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে। 
  • রেল পরিষেবা স্বাভাবিক। 
  • জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের একটি পিলারে ফাটলের খবর আসছে। বেহালার কাছে মেট্রোর ব্রিজে দুটি ফাটল দেখা গিয়েছে বলে খবর। 
  • ১০ মিনিট বন্ধ ছিল কলকাতা মেট্রো। তবে এখন ধীর গতিতে চালানো হচ্ছে মেট্রো। 
  • কলকাতার একাধিক বাড়িতে ফাটল। তেমন বড় ক্ষয়ক্ষতির খবর নেই। 
  • শিলিগুড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে জখম দুই। তাদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  • ভু-কম্পনের আতঙ্ক দমদম বিমানবন্দরেও। 
  • সেক্টর ফাইভের প্রত্যেকটি অফিস কার্যত ফাঁকা। আতঙ্কে নীচে নেমে এসেছেন কর্মীরা। 
  • উত্তর বিধাননগর থানায় ফাটল। আতঙ্কে রাস্তায় পুলিশকর্মীরা। 
  • এএফসি কাপে মায়ানমারে খেলতে যাওয়া মোহনবাগান টিম সুরক্ষিত। 
  • গুয়াহাটিতে টানা দুমিনিট ধরে কম্পন অনুভূত। বহু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 
  • আসাম জুড়ে ক্ষয়ক্ষতির শঙ্কা। আতঙ্কের বাইরে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ
  • বাংলাদেশেও প্রচণ্ড কম্পন অনুভূত। 
  • উত্তরবঙ্গ, রায়গঞ্জ, দার্জিলিং আলিপুরদুয়ার, শিলিগুলি, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত।   
  • মোনিওয়া শহর মিজোরামের কাছে।
  • মায়ানমারের ১২০ কিমি উত্তর-পশ্চিমে মোনিওয়া শহর এর উৎসস্থল বলে জানাচ্ছে USGS
  • কলকাতা এবং গুয়াহাটিতে সবথেকে বেশি প্রভাব। তবে দিল্লি ও পাটনাতেও প্রভাব পড়েছে।
  • ভু-গর্ভের ১৩৫ কিমি নীচে কম্পনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। 
  • উত্তরপূর্ব ভারতের সর্বত্র কম্পন প্রবল অনুভূত। 
  • কম্পনের উৎসস্থল মায়ানমার। রিখটার স্কেলে মাত্রা ৭  
  •  
ভূমিকম্পে ফের কেঁপে উঠল কলকাতা। ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গও। ৭.২৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন। একসঙ্গে তিনবার কম্পন অনুভত হয়। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো চলাচল। মোবাইল পরিষেবা বিপর্যস্ত। 

1 টি মন্তব্য:

MRINAL KANTI MAHAPATRA বলেছেন...

Just felt a big earthquake in Kolkata.
Lasted only a few seconds. But was powerful.