লাহোর: মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের৷ মঙ্গলবার ভোররাতে যাত্রী বোঝাই বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে৷ এরপরই থিকরিওয়ালা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা৷ তাঁরাই উদ্ধার করেন যাত্রীদের৷ ততক্ষণে কয়েকজনের মৃত্যু হয়েছে৷ পুলিশ ও উদ্ধারকারীরা পৌঁছে রক্তাক্ত যাত্রীদের নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখানেও কয়েকজনের মৃত্যু হয়েছে৷ জানিয়েছে পাক পাঞ্জাব প্রদেশ পুলিশ৷ চিকিৎসকরা জানিয়েছেন,
জখম যাত্রীদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন