গার্ডেনরিচের বস্তিতে বিধ্বংসী আগুন। পাহাড়পুর কুলিং স্টেশনের পাশে বারবনি বস্তিতে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আগুন যাতে আর নতুন করে না ছড়িয়ে পড়ে সে কারণে আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে জানা গিয়েছে। আগুনের গ্রাসে ইতিমধ্যে বেশ কয়েকটি বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, প্রবল গরমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন