বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

ভারতে হামলার জন্যে বাংলাদেশের আইএসকে তৈরি থাকার নির্দেশ


নয়াদিল্লি:  ভারতে বড়সড় জঙ্গি হামলার হুমকি দিল আইএস। এই হামলায় পাকিস্তান ও বাংলাদেশে থাকা আই জঙ্গিদের ব্যবহার করা হবে। ইসলামিক স্টেটের মুখপত্র দাবরিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশে আইএসের শীর্ষনেতা শেখ আবু ইব্রাহিম আল-হানিফ। এই হুমকি বার্তা আসার পরেই দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও আটসাট করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সূত্রের ভিত্তিতে চলছে তল্লাশি অভিযোগ।
আইএসের এই শীর্ষ নেতার হুমকি, ভারতের পূর্ব দিকে অবস্থিত বাংলা অর্থাৎ বাংলাদেশ। আর উইলিয়াত খুরাসান অর্থাৎ আফগানিস্তান-পাকিস্তান রয়েছে পশ্চিম দিকে। জঙ্গিদের পরিকল্পনা, পূর্ব-পশ্চিম দিক থেকে ভারতে আক্রমণ করার। তবে এর জন্য প্রথমে আফগানিস্তান ও পাকিস্তানে পুরোপুরি আধিপত্য কায়েম জরুরি বলে জানায় আল-হানিফ। পাশাপাশি বাংলাদেশের আইএস জঙ্গিদেরকে ভারতে হামলার জন্য প্রস্তুত থাকতে বলা আছে। দাবরিক’কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছে আল-হানিফ।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

আই এস কে ধরতে পারলে এমন কঠোর সাজা দেওয়া হোক যেমন অন্য আই এস সংগঠন হার্ট ষ্ট্রোক করে মারা যায়। আর তিলে তিলে কষ্ট দিয়েই মারা হোক।তার ভিডিও ফুটেজ্ সে আই এসকে পাঠীয়ে দেওয়া হোক। ওরা জানুক ভারতের উপরে চোখ রাখলে তার সাজা কি হতে পারে।জয় হিন্দ।