তৃণমূলকে ‘উত্তম-মধ্যম’ দেওয়ার দাওয়াই সেলিমের
http://www.bengali.kolkata24x7.com/md-selim-said-to-attack-tmc.html
বালুরঘাট: ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন সিপিএম নেতা তথা সাংসদ মহঃ সেলিম৷ বুধবার দক্ষিন দিনাজপুরের হরিরামপুরে স্থানীয় জোট প্রার্থী রফিকুল ইসলামের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, ভোটের দিন বাইরে থেকে তৃণমূলের কেউ যেন এলাকায় ঢুকতে না পারে। আর যদি ঢুকে পড়ে, তাহলে উত্তম-মধ্যম মালমশলা দিয়ে তবেই তাকে বাইরে বেরতে দেবেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর না করে নিজেরাই ঐক্যবদ্ধ হন। তিনি আরও বলেন,
ক্ষমতায় এলে শহীদদের রক্তের হিসাব নেওয়া হবে- এই মন্তব্য করে গত কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন সেলিম৷ যদিও সেই মন্তব্যের একদিন পরই ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে তিনি সেকথা অস্বীকার করেন৷ এদিন
এদিন তৃণমূলের পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে সেলিম বলেন, দিদিভাইয়ের সঙ্গে মোদিভাই রয়েছে। লোকসভা ভোটের আগে অনেক বড় বড় কথা বললেও এখন মোদিভাই চুপ করে আছেন দিদিভাইয়ের বিরুদ্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন