সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

চতুর্থ দফার নির্বাচন LIVE 

  • কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট।    
বুথে ঢুকে পূর্ণেন্দু বসুর দাদাগিরি। বাগুইহাটির একটি বুথের ঘটনা।
    সিপিএম প্রার্থীকে হেনস্তা চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
    বাচ্চাকে নিগ্রহ-কান্ডে পুলিশের জালে দুই। অভিযুক্তরা সবাই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে।
    বেলা ৩টে পর্যন্ত কমিশনে জমা পড়ল দুহাজারেও বেশি অভিযোগ।
    দুপুর ১টায় মোটের উপর ভোট পড়ল ৫২.২২ শতাংশ
    ভোট দিতে পারলেন না মজিদ মাস্টার। তৃণমূলের হুমকির কারনে শাসন ছাড়া মজিদ।
    মিনিখাতে গ্রামবাসীকে গ্রাম থেকে বেরোতে বাধা। প্রায় ৩০০ জন গ্রামবাসীকে আটকে রাখার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
    আমডাঙ্গাতে তৃণমূল কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ। অবৈধভাবে জটলা, তা ভাংতেই ব্যাপক লাঠিচার্জ।
    হাড়োয়া বিধানসভার একটি বুথে ভোটারের হয়ে পোলিং এজেন্টের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক।
    কামারহাটিতে লকেটকে ভোট দিতে বাধা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
    ভাটপাড়ায় প্রিসাইংডিং আধিকারিকের সঙ্গে বচসা ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অর্জুন সিং।
    দমদমের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ।  ভাটপাড়া এলাকাতেও একাধিক বুথে ছাপ্পার অভিযোগ।
    বীজপুরে বিরোধী কর্মীদের হেনস্তার অভিযোগ। কেষ্টপুরে একাধিক ডিওয়াইএফআই অফিস ভাংচুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
    ব্যারাকপুর কেন্দ্রের বড়পোল দীপকনগর কলোনি এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১১৮. ১১৯ ও ১২০ নম্বর বুথের ভোটারদের হুমকি। অভিযোগ, বুথে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিককে হেনস্থা, অশ্রাব্য গালিগালাজ ও মারধর করা হয়। তাঁর পরিচয়পত্রও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিপিএম প্রার্থীকে উদ্ধার করেন।
    কামারহাটির বুথে হাজির বীরভূমের তৃণমূলনেতা। আশীস নামের ওই নেতা বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ।
    উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়ের গতিবিধির উপর নজরদারি চালানোর নির্দেশ দিল কমিশন। তাঁর বিরুধে অভিযোগ, তিনি ভোটারদের প্রভাবিত করেছেন এবং তৃণমূল এজেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
    নির্বাচনে হিংসায় জড়িত থাকার অভিযোগে বীজপুর বিধানসভা কেন্দ্র থেকেই গ্রেফতার করা হল ২৬জনকে।
    হালিশহর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বোমাবাজি। গ্রেফতার ছয়।

    হালিশহরে আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর। ভাঙচুর চালানো হল বাড়িতে।
    ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত বামপ্রার্থী দেবাশীষ ভৌমিক। একইসঙ্গে দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আক্রান্ত, ফাটল মাথা। দুই ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে।
    উত্তর ২৪ পরগণায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২২.৬৩%। হাওড়ায় এই হার ২০.৩৪%। দুই জেলা মিললিয়ে গড়ে ২১.৮৭% শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়।
    পক্ষপাতীত্বের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন। মিনাখাঁর ঝুঝুরগাছা স্কুলের ঘটনা।
    ভাটপাড়ায় বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ অর্জউন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে। ভাটপাড়া কেন্দ্রের ১০৭, ১০৮ এবং ১০৯ নং বুথের ঘটনা।
    অরবিন্দ স্কুলের পর এবার সালকিয়ার শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে ফের তৃণমূল-কংগ্রেসের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়।
    উতর ২৪ পরগণার নোয়াপাড়ায় তৃণমূলের হাতে আক্রান্ত তিন ভোটার।
    বনগাঁয় ছিড়ল বিজেপির ফ্লেক্স। অভিযোগের তীর তৃণমূল-কংগ্রেসের দিকে।
    বিধাননগরের ডিবি ব্লকে ভোট দিলেন মৃত ব্যক্তি! মৃতের নাম সোমনাথ বসাক। কেউ একজন ওই ব্যক্তির নামে ভোট দিয়েছেন বলে অভিযোগ।
    উত্তর ২৪ পরগণার গাইঘাটার ১৮৮ এবং ১৯৫ নং বুথে খারাপ ইভিএম মেশিন। বন্ধ ভোট গ্রহণ। জোট প্রার্থীর নামাঙ্কিত বোতাম বিকল বলে অভিযোগ।
    নিউটাউনের এক বহিরাগতকে প্রকাশ্যে চড় পুলিশের। গ্রেফতার দুই বহিরাগত। নিউটাউনের যাত্রাগাছি এলাকার ঘটনা।
    পক্ষপাতীত্বের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সড়ানোর দাবি কামারহাটির এক বুথে।
    কামারহাটিতে গ্রেফতার তৃণমূলের এজেন্ট। ৩৫নং বুথের দায়িত্বে থাকা এজেন্ট ৩৯ নং বুথে ঢুকেছিল বলে অভিযোগ ওই তৃণমূল এজেন্টের বিরুদ্ধে।

    ডোমজুরের ২৪২ নং বুথে ছাপ্পা ভোটের ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমে।
    উত্তর হাওড়ায় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মহিলা ভোটারদের গায়ে হাত তোলার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে।
    কামারহাটি কেন্দ্রের দক্ষিণেশ্বরে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ।
    হালিশহরে আক্রান্ত বাম সমর্থক পরিবার। শাসকের মারের হাত থেকে বাদ পড়ল না তিন বছরের শিশু।
    উত্তর হাওড়ার একাধিক বুথে রিগিংয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়।
    রাজারহাট-গোপালপুর কেন্দ্রের ১১৭/৭ বুথে খারাপ ইভিএম মেশিন।
    সল্টলেকের পয়েন্ট স্কুলে ১১৬ নং বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা।
    মধ্য হাওড়ার তিনটি বুথে ইভিএম বিভ্রাটের জেরে বন্ধ ভোট গ্রহণ।
    গন্ডগোলের অভিযোগে নিউ টাউনে গ্রেফতার তিন।
    কাঁচরাপাড়ায় আক্রান্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ভোটের লাইন থেকে বের করে মারধরের অভিযোগ। কাচরাপাড়ার সারদাদেবী স্কুলের ঘটনা।
    আধ ঘণ্টা পরেও হাওড়ার পাঁচ বুথে নেই বিরোধী এজেন্ট। লাগাতার হুমকির ভয়েই এই পরিস্থিতি বলে অভিযোগ
     দমদমের দু'টি বুথে বিরোধী এজেন্টকে বসতে বাধা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
    নিউ টাউনের ২৭নং ওয়ার্ডে সিপিএম এজেন্টকে মারধর করে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
    ব্যারাকপুরের পাঁচটি বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকে।
     ভোটারদের ভয় দেখানোর অভিযোগ খড়দহে। অভিযোগ তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে।
    শুরু হল ভোট গ্রহণ। (Update 7.00 am)
     ভোট গ্রহণ শুরুর ১৫মিনিট আগেই সংঘর্ষে উত্তপ্ত কামারহাটির নন্দননগর।


    বিগত নির্বাচনে ভোট লুটের থেকে শিক্ষা নয়েই সকাল-সকাল ভোটের লাইনে সাধারণ মানুষ।

     সকাল ৬টা থেকে বুথে বুথে পড়েছে ভোটারদের লম্বা লাইন।

কোন মন্তব্য নেই: