রোহিতের সংযম আর পোলার্ডের ঝড়৷নিটফল মুম্বই ইন্ডিয়ান্স ছ’উইকেটে জয়ী৷
১৮ ওভারে খেলা শেষ করে দিল মুম্বই৷
১৫ ওভার: হাতে আর পাঁচ ওভার৷ক্রিজে রোহিত ও পোলার্ড৷৩০ বলে প্রয়োজন ৪৯৷হাতে ছ’উইকেট৷ম্যাচের ভাগ্য পঞ্চাশ-পঞ্চাশ৷১৫ ওভার শেষে কেকআর-এর রানও এটাই ছিলো৷
ক্রিজে এলেন পোলার্ড৷
১৩ ওভার: দুর্দান্ত চাপে রোহিতের অসাধারণ হাফ-সেঞ্চুরি৷
১২.৬ ওভার: দুর্দান্ত ক্যাচ ক্রিস লিনের৷বাটলারকে ফেরালেন তিনি৷১৫ বলে ১৫ করে নারিনের বলে আউট হয়ে গেলেন তিনি৷
১২ ওভার: শতরান টপকে গেল মুম্বই৷
১০ ওভার: তিন উইকেট হারালেও মুম্বইকে ভরসা যোগাচ্ছে রোহিতের ব্যাট৷ভালো ফর্মে রয়েছেন তিনি৷
ক্রিজে এলেন জোস বাটলার৷
৮.৬ ওভার: অভিজ্ঞতা কথা বলল৷নারিন ফিরিয়ে দিলেন পান্ডিয়াকে৷পাঁচ বলে ছ’রান করলেন তিনি৷
ক্রিজে এলেন ক্রুনাল পান্ডিয়া৷
৬.৫ ওভার: ফর্মে থাকা রায়ডুকে ফেরালেন সাকিব৷পাঠানের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷২০ বলে ৩২ করলেন তিনি৷
পাঁচ ওভার: পার্থিবের উইকেট হারালেও রোহিত আর রায়ডু ধীরেধীরে এগিয়ে চলেছেন৷এইরকম পার্টনারশিপেরই দরকার৷
ক্রিজে এলেন আম্বাতি রায়ডু৷
২.১ ওভার: উমেশ যাদব আসতেই উইকেট পেল কেকেআর৷পার্থিব প্যাটেল ডাগ আউটে ফিরলেন৷দু’বলে একে রান করলেন তিনি৷
মুম্বইয়ের ব্যাটিং শুরু
...............................................................................................
মুম্বইয়ের টার্গেট ১৭৫
২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৪ তুলল কেকেআর৷ ক্রিজে এলেন পাঠান
১৭.২ ওভার: ফিরে গেলেন মারকুটে রাসেল৷সাউদির বলে ১৬ বলে ২২ রান করে আউট হলেন তিনি৷
ক্রিজে এলেন ক্রিস লিন
১৫ ওভার: চার উইকেট হারানো কেকেআর-এর সামনে অন্তীম পাঁচ ওভার৷এখানেই তাদের রান রোটেট করতে হবে৷
২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৪ তুলল কেকেআর৷ ক্রিজে এলেন পাঠান
১৭.২ ওভার: ফিরে গেলেন মারকুটে রাসেল৷সাউদির বলে ১৬ বলে ২২ রান করে আউট হলেন তিনি৷
ক্রিজে এলেন ক্রিস লিন
১৫.৫ ওভার: সাউদির বলে ক্যাচ আউট হয়ে গেলন সূর্য৷১৭ বলে ২১ করেছেন তিনি৷
ক্রিজে এলেন রাসেল৷১৫ ওভার: চার উইকেট হারানো কেকেআর-এর সামনে অন্তীম পাঁচ ওভার৷এখানেই তাদের রান রোটেট করতে হবে৷
১২.৩ ওভার: অর্ধ-শতরান পূরণ করলেন গম্ভীর৷দারুণ ইনিংস৷
১২.০ ওভার: শতরানের গণ্ডী টপকাল কেকেআর৷
১০ ওভার: পরপর উথাপ্পা ও সাকিবের উইকেট হারিয়ে কিছুটা চাপে কেকেআর৷ক্রিজে আছেন ইন-ফর্ম ব্যাটসম্যান গম্ভীর৷সঙ্গে ধারাবাহিক ভাবে ভালো খেলা সূর্যকুমার৷
১২.০ ওভার: শতরানের গণ্ডী টপকাল কেকেআর৷
১০ ওভার: পরপর উথাপ্পা ও সাকিবের উইকেট হারিয়ে কিছুটা চাপে কেকেআর৷ক্রিজে আছেন ইন-ফর্ম ব্যাটসম্যান গম্ভীর৷সঙ্গে ধারাবাহিক ভাবে ভালো খেলা সূর্যকুমার৷
ব্যাট করতে এলেন সূর্যকুমার৷
৮.৫ ওভার: সাকিব আউট৷পান্ডিয়ার বাউন্সার পুল করতে গিয়ে পার্থিবের হাতে ক্যাচ আউট হয়ে বাংলাদেশের স্টার অলরাউন্ডার৷চার বলে ছ’রান করে ফিরলেন সাকিব৷
ব্যাট করতে এলেন সাকিব আল হাসান৷
৭.৪ ওভার: উথাপ্পা আউট৷হরভজনের বলে লং অনে পোর্লাডের হাতে ক্যাচে হাত আউট হলেন তিনি৷(২০ বলে ৩৬ রান করে আউট হলেন তিনি)
৭.১ ওভার: এবার জীবনদান পেলেন উথাপ্পা৷হরভজনের বল বিট করলেন তিনি৷কিন্তু স্টাম্প করার অনেকটা সময় পেয়েও সুযোগ হাতছাড়া করলেন পার্থিব৷
৬ওভার: পাওয়ার-প্লে’র শেষে কেকেআর-এর স্কোর ৫৯/০৷দাপটে ব্যাট করছেন গম্ভীররা৷
৫ ওভার: দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন গম্ভীর ও উথাপ্পা৷দু’ই ওপেনারের ব্যাটেই বড় রানের পথে কেকেআর৷
১.৫ ওভার: জীবনদান পেলেন গম্ভীর৷ম্যাকক্লেনাঘানের বলে তুলে মারতে গিয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়েছিলেন কলকাতার ক্যাপ্টেন৷কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করলেন টুর্নামেন্টের পার্পেল ক্যাপধারী৷
কেকেআর: রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, আর সতীশ, উমেশ যাদব, সুনীল নারিন ও জয়দেব উনাদকাট৷
(দলে দু’টি পরিবর্তন এনেছেন ক্যাপ্টেন৷ মর্নি মর্কেল ও পীযূষ চাওলা খেলছেন না৷ ক্রিস লিন ও জয়দেব উনাদকাট দলে এসেছেন)
মুম্বই: রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রায়ডু, জোস বাটলার, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হরভজন সিং, জসপ্রীত বুমরাহ, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনেঘান৷
(দল অপরিবর্তিত রেখেছেন ক্যাপ্টেন রোহিত)
পার্থিব প্যাটেল ও কায়রন পোলার্ড দু’জনেই আজ আইপিএল-এর শততম ম্যাচ খেলছেন৷
আইপিএল নাইনে মুম্বইয়ের মাঠে এটাই শেষ ম্যাচ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন