মুম্বই: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিলীপ কুমার। নিউমোনিয়ায় আক্রান্ত নায়ক গত শুক্রবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বয়েই লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিবার সূত্রের খবর, শুক্রবার মাঝরাতে ভীষণ জ্বর ও এই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ‘ট্র্যাজেডি কিং’। অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে ‘যুবা’ নায়কে অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত তিনি স্থিতিশীল। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও তাঁকে আইসিইউ-তে রাখা হয়নি বলে জানাচ্ছেন লীলাবতি হাসপাতালের ডাঃ জলিল পার্কার।
বয়স-জনিত শারীরিক অসুস্থতায় অনেকদিন ধরেই ভুগছেন বর্ষীয়ান এই অভিনেতা। ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হায়। আপাতত গোটা বলিউড তারকা সহ তাঁর ফ্যানরা নায়কের আরোগ্য কামনা করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন