শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

হাসিনা পুত্রকে অপহরণের ষড়যন্ত্র মামলায় ধৃত প্রবীণ সাংবাদিক






ঢাকা: অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপহরণের চক্রান্ত৷ সেই মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছিল ২০১৫ সালে৷  গ্রেফতার হওয়া শফিক রহমান দীর্ঘদিন ধরে ওপার বাংলায় বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিক বলেই পরিচিত৷ দলের তরফে আন্তর্জাতিক সংবাদ বিভাগের দায়িত্বে রয়েছেন৷  বিবিসি- প্রাক্তন সাংবাদিক শফিক রহমানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়তেই বাংলাদেশের সংবাদ জগত প্রবল আলোড়িত৷  প্রতিবেশী রাষ্ট্রের অন্যতম বিরোধী দল বিএনপি- যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামি লিগ৷ এর প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে৷  শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অন্যতম কর্তা ছিলেন৷  অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে ঘুষ দিয়ে জয়কে অপহরণের ছক করা হয়েছিল৷ সেই মামলায় অন্যতম নামটি হল সাংবাদিক শফিক রহমান৷ ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত এই সাংবাদিককে আজই আদালতে পেশ করা হবে৷
শনিবার ভোরে গোয়েন্দারা সাংবাদিক ছদ্মবেশে শফিক রহমানের বাড়িতে যান৷ একটি বেসরকারি টিভিতে তাঁর সাক্ষাৎকার নেওয়ার অছিলায় প্রবীণ সাংবাদিকের সঙ্গে দেখা করতে চান৷ কিছু পরে তাঁকে গ্রেফতার করা হয়৷ জানিয়েছেন শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমান৷ তিনি বলেন, স্বামী দীর্ঘদিন ধরেই ব্রিটিশ নাগরিক৷ ফলে বিষয়টি ঢাকার ব্রিটিশ দূতাবাসে জানানো হয়েছে৷
১৯৮০- দশকে  হুসেন মহম্মদ এরশাদের নেতৃত্বে বাংলাদেশে সামরিক সরকার চলছিল৷ সেইসময় সরকারের বিরুদ্ধে গিয়ে দেশছাড়া হয়েছিলেন শফিক রহমান৷  এরশাদ জমানার পতনের পর বাংলাদেশ ফেরেন৷  বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি৷   মৌচাকে ঢিলনামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক শফিক রহমান৷ 

কোন মন্তব্য নেই: