
লাভপুরে শুক্রবার এক দলীয় সভায় বক্তব্য রাখছিলেন এই তৃণমূল নেতা। সেখানে নির্বাচন কমিশনের কড়াকড়ি নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, জেলা পুলিশ সুপারকে কমিশনের বদলি করে দেওয়ার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সোজাসুজি হুমকি দেন মান্নান। হুমকির সুরে বলেন, “কমিশন কড়াকড়ি করলে করুক। মানুষের ভোট মানুষ দেবে। পরিষ্কার করে বলছি, একে অপরের ভোট দেখে যেন বুঝতে পারি, কে কাকে ভোট দিয়েছে?” এরপরই স্পষ্ট হুমকি দিয়ে তিনি বলেন, “সবাইকে সতর্ক করে দিচ্ছি ভোট যেন তৃণমূলের বাক্সে পড়ে। আমরা মানুষের স্বার্থে কাজ করেছি। খুব বেশি হলে ৫০-৬০টা ভোট বিরুদ্ধে যেতে পারে। এর বেশি হলে বুঝব, মানুষ আমাদের সঙ্গে শয়তানি করেছে, ধোঁকা দিয়েছে। তখন আমরাও শয়তানি করে শোধ নেব।” কুশমোড় এলাকার ৯০০ ভোটের মধ্যে ৮০০-৮৫০ ভোট যাতে শাসকদলের বাক্সে পড়ে সে হুঁশিয়ারিও দেন আবদুল মান্নান। স্পষ্ট হুমকি দিয়ে বলেন, “সমস্ত সুযোগসুবিধা থেকে নাম কেটে দেব। সারা বছর আমরা লালনপালন করে যাব, আর ভোটের দিন আমাদের ভোট দেবে না। এটা হতে পারে না।”
তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন বিরোধীরা। প্রসঙ্গত, আবদুল মান্নান আগে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। লাভপুরের ডাকসাইটে নেতা মণিরুল ইসলামের হাত ধরে শাসকদলে নাম লেখান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন