শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

দলবিরোধী কাজের জন্যে বহিষ্কৃত তৃণমূলের দুই নেতা


হাওড়া; শেষপর্যন্ত দলবিরোধী কাজের অভিযোগে সাঁকরাইলের তৃণমূল নেতা তপন বাছাড় এবং পাঁচলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হাফিজুল মল্লিককে দল থেকে বহিষ্কার করা হল। শনিবার হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায় একথা জানান। বহিষ্কৃত তপনবাবু কান্দুয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন। এবারের বিধানসভা ভোটে তিনি তৃণমূলের অফিসিয়াল প্রার্থী শীতল কুমার সর্দারের বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে সাঁকরাইল কেন্দ্রে দাঁড়িয়ে যান। দলের তরফ থেকে তাঁকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। এরপরই তপন বাছাড়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল। অন্যদিকে পাঁচলার নেতা হাফিজুলের বিরুদ্ধেও দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই: