শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

গরম বলে গরম ! ছাদেই ভাজা হয়ে গেল ডিম !!




 
হায়দরাবাদ: শুকনো গরমের জ্বালায় জীবন অতিষ্ঠ তেলেঙ্গানায়৷ রাজ্যের করিমনগরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি শেলশিয়াস ছাড়িয়ে যাবে৷ এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের৷ প্রবল তাপপ্রবাহের মাঝেই এক অবাক ঘটনা৷
এতই গরম যে উনুন, স্টোভ, মাইক্রোওভেন, ফ্রাইংপ্যান কিছুই লাগেনা৷   রোদের তেজে দিব্বি ডিম ভেজে নিলেন স্থানীয় এক গৃহবধূ৷  শুকনো গরমে তেতে থাকা বাড়ির ছাদ যেন উত্তপ্ত কড়াই৷  সেখানে প্রথমে তেল দিলেন ওই গৃহবধূ৷  মুহূর্তে গরম হয়ে গেল তেল৷ তারপর ডিমে ফাটিয়ে সেখানে দিতেই তৈরি ডিমভাজা৷ সোশ্যাল সাইটে এই ছবি ছড়িয়ে পড়েছে৷  শুকনো গরমের তেজ এরকমই তেলেঙ্গানায়৷ সকাল একটু গড়াতেই লু বইছে৷ আগামী ৭২ ঘণ্টা দাবদাহে পুড়তে থাকবে দক্ষিণের এই রাজ্য৷


কোন মন্তব্য নেই: