রবিবার, ২২ মে, ২০১৬

হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে প্লে-অফে কলকাতা

সানরাইজার্স হায়দরাবাদ- ২০ ওভারে আট উইকেটে ১৪৯ (কর্ণ শর্মা ৮* ও বারিন্দার স্রান ২*)  
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ছয় উইকেটে ১৭১ 

কলকাতা ২২ রানে জয়ী৷

আউট  ভুবনেশ্বর কুমার! মাত্র ৫ রান করে অঙ্কিত রাজপুতের বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ২৮ রান৷

আউট মোজেস হেনরিকেস! ব্যক্তিগত ১১ রানের মাথায় নারিনের বলে আউট হলেন তিনি৷  

উইলিয়ামসন আউট! কুলদীপের ওভারেই স্কোয়্যার লেগে ক্যাচ আউট হলেন তিনি৷ 

দীপক হুডা আউট! কেন উইলিয়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি৷

যুবরাজ আউট! ১২ বলে ১৯ রান করে শাকিবের বলে ক্যাচ আউট হলেন যুবি৷
১৪ তম ওভারে কুলদীপ যাদবকে পরপর দু’বলে দু’টি ছয় মারলেন যুবরাজ৷

আউট নমন ওঝা! ১৫ রান করে ডাগ-আউটে ফিরলেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ 

ধাওয়ান আউট! ৫১ রান করে কুলদীপ যাদবের বলে ডাগ-আউটে ফিরলেন তিনি৷

২৮ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন শিখর ধাওয়ান৷

পাওয়ার-প্লে শেষে হায়দরাবাদের রান এক উইকেটে ৪৮৷

আউট ওয়ার্নার! নারিনের প্রথম ওভারেই ১৮ রান করে আউট হলেন অজি ব্যাটসম্যান৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন ওয়ার্নার ও ধাওয়ান৷

হায়দরাবাদকে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর৷

অন্তিম ওভারের প্রথম বলেই আউট সাকিব৷ ১০ বলে মাত্র ৭ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ডাগ-আউটে ফিরলেন বাঁ-হাতি ব্যাটসম্যান৷

১৯ তম ওভার থেকে মাত্র তিন রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷

৩০ বলে অর্ধ-শতরান পূর্ণ করলেন ইউসুফ পাঠান৷

হোল্ডার আউট! মাত্র তিন রান করে মুস্তাফিজুরের শিকার হলেন তিনি৷ ক্রিজে এলেন সাকিব আল হাসান৷

পাণ্ডে আউট! বিনয় কুমারের বলে ৪৮ রান (৩০ বলে) বানিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷চতুর্থ উইকেটের জুটিতে ৮.১ ওভারে ৮৭ রান যোগ করলেন তিনি ও ইউসুফ৷ 

১৩ তম ওভারে ১৪ রান নেওয়ার পর, ১৪ তম ওভারে ১৯ রান নিলেন পাঠান ও পাণ্ডে৷ 

গম্ভীর আউট! ৫৭ রানে তিন উইকেট হারাল কলকাতা৷ মুনরোর পর হুডার দ্বিতীয় শিকার গম্ভীর৷ ব্যক্তিগত ১৬ রানের মাথায় লং-অফে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷    

সপ্তম ওভারে অল্পের জন্য আউট হওয়ার থেকে বেঁচে গেলেন গম্ভীর৷

পাওয়ার-প্লে শেষে কলকাতার রান দু’উইকেটে ৪৮৷

মুনরো আউট! উথাপ্পার পর কিউয়ি ব্যাটসম্যানের উইকেটও হারাল কেকেআর৷ ৮ বলে ১০ রান করলেন তিনি৷  

উথাপ্পা আউট! কলকাতার প্রথম উইকেটের পতন৷ বারিন্দার স্রানের দ্বিতীয় ওভারে ১৭ বলে ২৫ রান করে ডাগ-আউটে ফিরলেন রবিন৷

প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মারলেন উথাপ্পা৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷


আর কিছুক্ষণ পরেই রবিবাসরীয় ইডেন ডেভিড ওয়ার্নার-যুবরাজ সিংদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা৷ তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের৷ এই ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে কেকেআর৷ দলে দু’টি পরিবর্তন করেছেন গম্ভীর৷ মর্নি মর্কেলের জায়গায় কিউয়ি খেলোয়াড় কলিন মুনরো এবং পীযূষ চাওলার জায়গায় কুলদীপ যাদব দলে এসেছেন৷ চোটের জন্য আজও খেলতে পারছেন না আন্দ্রে রাসেল৷



বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ক্ষমতায় মমতা, নাকি অধীরে সূর্যোদয় LIVE UPDATE



  • নজিরবিহীনভাবে বিজেপি এগিয়ে ৭টি আসনে(09:36am)
  • মালদহে পিছিয়ে বিদায়ী মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।(09:21am)
  • নদিয়া রানাঘাট উত্তর পশ্চিম কংগ্রেস শংকর সিংহ এগিয়ে, নদিয়া শান্তিপুর এগিয়ে তৃণমূল প্রার্থী অজয় দে, নদিয়া কালিগজ্ঞ তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ এগিয়ে, নদিয়া কৃষ্ণগজ্ঞ তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস এগিয়ে, নদিয়া চাপড়া তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান এগিয়ে।
  • কুমারগঞ্জ ও গঙ্গারামপুর কেন্দ্রে জোট এগিয়ে, বালুরঘাটে এগিয়ে জোট, তপনে এগিয়ে তৃনমল,
     হরিরামপুরে জোট এগিয়ে।(09:01am)
  • বিজেপির আরএকটি আসনে এগিয়ে শমিক ভট্টাচার্য।
  • নারায়নগড়ে পিছিয়ে সূর্যকান্ত মিশ্র(08:52am)
  • এগিয়ে জেে থাকা প্রার্থী মদন মিত্র।(08:42am)
  • হাওড়ায় এগিয়ে বৈশালী ডালমিয়া, অরূপ রায়  ও লক্ষীরতন
  • একমাত্র বিজেপি প্রার্থী রাহুল সিনহা এগিয়ে
  • বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে সুব্রত মুখোপাপাধ্যায়।
  • ৯টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল,১টি তে বিজেপি।(08:17am)
  • শুরু হল ফাইনাল কাউন্টডাউন। সকাল ৮টা থেকে শুরু হল গণনা।(08:08am)
  • চলছে গণনার প্রস্তিতি৷ গণনা-কেন্দ্রে আঁটোসাঁটো নিরাপত্তা

  • কড়া নিরাপত্তায় ভোট-গণনা হবে হাওড়ার ৬ টি গননাকেন্দ্রে। বালি ও হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের গণনা হবে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের গণনা হবে হাওড়া চার্চ রোডের সেন্ট থমাস চার্চ স্কুলে। শিবপুর ও হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট-গণনা হবে শিবপুর আইআইইএসটি আইটিআই বিল্ডিংয়ে। সাঁকরাইল ও পাঁচলা বিধানসভা কেন্দ্রের গণনা হবে নয়াচক যদুনাথ হাইস্কুলে। উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর এই আটটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে উলুবেড়িয়ার সিআইপিটি (ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি) কলেজে। জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের গণনা হবে ডোমজুড় ব্লকের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে। হাওড়ার ছয়টি ভোটগণনা কেন্দ্রে কাউন্টিং টেবিল থাকছে মোট ২৪৪ টি। মোট কাউন্টিং হল থাকছে ১৮ টি। প্রতিটি গণনা টেবিলে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন। এছাড়া মোট স্ট্রং রুমের সংখ্যা হাওড়ায় ১৮ টি।
  • ভবানীপুর কেন্দ্রের গণনা কেন্দ্রে পৌঁছালেন দীপাদাস মুন্সি৷ এই কেন্দ্রে ৬৬ শতাংশ ভোট পড়েছিল৷ 
  • রায়গঞ্জ মহকুমার চারটি বিধানসভা-কেন্দ্র অর্থাৎ ইটাহার,রায়গঞ্জ, হেমতাবাদ,কালিয়াগঞ্জ এবং ইসলামপুর মহকুমার একটি  বিধান সভাকেন্দ্র অর্থাৎ করনদিঘী কেন্দ্রের ভোট গণনা হবে রায়গঞ্জ পলিটেকনিকে এবং ইসলামপুর মহকুমার অন্তর্গত অন্য চারটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ চাকুরিয়া,গোয়ালপোখর,ইসলামপুর, চোপড়া কেন্দ্রের ভোট গণনা হবে ইসলামপুর কলেজে।  গণনার দিন গণনা কেন্দ্রের ১৫০ মিটারের মধ্যে সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সকাল ৮ টা থেকেই গণনা শুরু হবে। দুটি কেন্দ্রেই ইভিএমের পাশাপাশি পোস্টাল ব্যালটের গণনাও করা হবে। বিধান সভা অনুযায়ী নূন্যতম ১৫ রাউন্ড গণনা করা হবে। গণনা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়া জেলা প্রশাসনের আধিকারিক রাও গণনা কেন্দ্রের সামনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। প্রতি-রাউন্ড গণনার শেষে সরকারী ভাবে মাইকে গণনার ফল ঘোষণা করবে কমিশন।
  • দীর্ঘ অপেক্ষার অবশান৷ খুলতে চলেছে প্যান্ডোরা বক্স, ইভিএম৷ রাজ্যে নবান্নের দখল নেমে নতুন সরকার৷ আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে শাসক-বিরোধীদলের৷ জোর জল্পনা, বাম-কংগ্রেস জোট না তৃণমূল৷ ভোট গণনা শুরু হবে আজ সকাল ৮টায়। এক ঘণ্টা পর থেকেই ফলাফলের গতিপ্রকৃতি বোঝা যাবে। দুপুরের মধ্যেই প্রায় সব ফল চূড়ান্ত হয়ে যাবে। দেড় মাস ধরে এ রাজ্যে ভোট হয়েছে। নির্বাচন হয়েছে ৭ দফায়। ভোট মেটার ১৪ দিন পর আর ফল ঘোষণা। গণনা কেন্দ্রগুলি আঁটোসাঁটো নিরাপত্তায় প্রস্তুত। সব কেন্দ্রে ত্রিস্তর নিরাপত্তা, ১৪৪ ধারা জারি থাকবে।

সোমবার, ১৬ মে, ২০১৬

নাইটদের ন’উইকেটে হারাল বেঙ্গালুরু


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-  ১৮.৪ ওভারে এক উইকেটে ১৮৬  
কলকাতা নাইট রাইডার্স- ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩
বেঙ্গালুরু ন’উইকেটে জয়ী৷

শাহরুখ ও পরিনীতির উপস্থিতিতে নাইটদের ন’উইকেটে হারের সাক্ষী রইল কলকাতা৷ বিরাট (অপরাজিত ৭৫) ও এবিডির(৫৯) ব্যাটে ভর করে ম্যাচ জিতল বেঙ্গালুরু৷




কোহলির মতো অর্ধ-শতরান পূর্ণ করলেন ডিভিলিয়ার্সও৷

আরও একটি অর্ধ-শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি৷ 

কোহলি ও এবি ডিভিলিয়ার্স জুটি বেঙ্গালুরুর জয়ের রাস্তা প্রশস্ত করছেন৷  

আউট গেইল!!! সুনীল নারিন নিজের দ্বিতীয় ওভারে তুলে নিলেন বিপজ্জনক হতে শুরু করা ক্যারিবিয়ান তারকাকে৷ ৩১ বলে ৪৯ রান করে ডাগ-আউটে ফিরলেন তিনি৷ 

ইডেনে গেইল ও কোহলি ‘ঝড়’ আছড়ে পড়েছে৷


নাইট বনাম চ্যালেঞ্জার্স ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত বলিউড বাদশা শাহরুখ খান এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া৷

খেলা শুরু৷ ব্যাট করতে নামলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি৷

বিরাটদের সামনে জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স৷ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল (৩৯) ও সাকিব আল হাসান(১৮) 

১৫.২ ওভার- সূর্যকুমার যাদব আউট! মাত্র পাঁচ রান করে ফিরে গেলেন তিনি৷

১৪.১ ওভার- চাহালের বলে মাত্র ৬ রান করে ষ্ট্যাম্প-আউট হলেন পাঠান৷
১৩.৪ ওভার- অর্ধ-শতরান করার পরেই আউট হলেন মনীশও৷ লং-অনে এবিডিকে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফিরলেন তিনি৷
১৩.২ ওভার- শ্রীনাথ অরবিন্দের বলে এক রান নিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন মনীশ পাণ্ডে৷

১০.৩ ওভার- পাণ্ডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ডাগ-আউটে ফিরলেন গৌতম গম্ভীর (৫১)৷

১০ ওভার শেষে কলকাতার রান এক উইকেটে ৮৭৷

৯.৪ ওভার- অর্ধ-শতরান পূর্ণ করলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর৷


৭ ওভার- চাহালের ওভার থেকে ১৬ রান নিলেন কেকেআর ব্যাটসম্যানরা৷

ক্রিজে এলেন মণীশ পাণ্ডে৷

২.২ ওভার: ইকবাল আবদুল্লাহর বলে ক্যাচ আউট হলেন উথাপ্পা৷দু’রান করে ফিরলেন তিনি৷

খেলা শুরু৷ক্রিজে এলেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা৷


কেকেআর: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান,  সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, অঙ্কিত রাজপুত, সুনীল নারিন, মর্নি মর্কেল৷

আরসিবি: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, সচিন বেবি, স্টুয়ার্ট বিনি, লোকেশ রাহুল, এস অরবিন্দ, ওয়াইএস চাহাল, ক্রিস জর্ডন, ইকবাল আবদুল্লা৷