শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

পঞ্চম দফা নির্বাচন LIVE

  • বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হল ভোট। 
  • বিকেল ৩টে পর্যন্ত সার্বিক ভোটের হার ৭২.১৯ শতাংশ। 
  • রণক্ষেত্র ক্যানিং। অবৈধ জটলা কাটাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। পালটা আক্রমন গ্রামবাসীদের। 
  • একবালপুরে সুধীরবোস রোডে বোমা। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 
  • ভোট দিলেন মমতা। নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর মিত্র ইনস্টিটিউসনে ভোট দেন তিনি।  
  • একবালপুরে একাধিক বুথে ভুয়ো ভোটারদের দৌরাত্ম্য। 
  • বেলা বাড়তেই কলকাতা বন্দরে উত্তেজনা। 
  • Poll percentage at 1 pm: Hooghly 59.83 % , Kolkata South 46.35% , South 24 Parganas 58.24%, Overall 57.10%
  • চাপদানি এলাকার দুটি বুথে রহস্যজনকভাবে উধাও আব্দুল মান্নানের দুজন এজেন্ট। পাওয়া যাচ্ছে না তাদের কোনও খোঁজ। এমনকি বন্ধ মোবাইল ফোনও। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। 
  • বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রহিম নবির বিরুদ্ধে 
  • ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, অভিযোগ কংগ্রেস নেত্রী দীপা দাসমন্সীর। তবে মোটের উপর শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট। 
  • মেটিয়াব্রুজে মহিলাদের উপর মারধরের অভিযোগ। অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী। 
  • দক্ষিণ ২৪ পরগনার রাঘদিঘি বিধানসভা এলাকার বিভিন্ন বুথে ঘুরলেন তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়। ভোট শান্তিপূর্ণই হচ্ছে বলে দাবি তাঁর। এদিন রায়দিঘির দেবীপুরে এক মন্দিরে পুজোও দেন রায়দিঘির তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়।
  • সোনালির বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের। 
  • ভাঙ্গরের একাধিক বুথে উত্তেজনা। 
  • কসবার একাধিক তৃণমূলের ক্যাম্প অফিসে বহিরাগতদের ভিড়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনির আধিকারিকরা।
  • সোনালী গুহের হুমকির পরেই সাতগাছিয়ায় আক্রান্ত শেখ মুজিবর নামের এক সিপিএম এজেন্ট।
  • যাদবপুরে আটক ভুয়ো ভোটার।
  • আরামবাগ, বাসন্তী, কসবা ও সাতগাছিয়ায় বহিরাগতদের সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী।
  • বারুইপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাংচুর করল কেন্দ্রীয় বাহিনী।
  • মেটিয়াবুরুজে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দেহরক্ষীকে মার।
  • সকাল ১১টা পর্যন্ত কলকাতায় ভোট পড়েছে ৩২.৫৮%। হুগলী ও দক্ষিণ ২৪ পরগণায় এই হার যথাক্রমে ৩৬.৯৭% এবং ৩৯.৮১%।
  • পান্ডুয়ার ৪৩ নং বুথে ভোট দিতে আসা এক জন্ডিস রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
  • বুথে লালবাতি গাড়িতে চড়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। গাড়ি থেকে লালবাতি খুললেন জওয়ানরা।
  • ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাম-কংগ্রেস কর্মী-সমর্থকদের ভোটদানে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • সোনালী গুহ কাণ্ডে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
  • তৃণমূলে কর্মীদের বিক্ষোভে বুথ ছাড়লেন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা।
  • সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৮.১৫ শতাংশ।
  • আরামবাগের ২০৪নং বুথে সিপিএমের হাতে আক্রান্ত দুই তৃণমূল কর্মী।
  • বারুইপুরে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
  • শ্রীরামপুরে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।
  • বজবজের ১৫৬ ও ১৫৮ নং বুথ লাগোয়া এলাকায় বহিরাগতদের জমায়েত।
  • ভাঙড়ে আক্রআন্ত তৃণমূল কর্মী। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের হাতে তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ।
  • তারকেশ্বরে ভোটারেদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে আটক দুই তৃণমূল কর্মী।
  • বজবজ বিধানসভা কেন্দ্রে জলপথে নজরদারি চালাচ্ছে কেন্দ্রী জওয়ানরা।
  • যাদবপুর কেন্দ্রে ড্রোনের মধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার উপর নজর চালাচ্ছে কমিশন।
    তৃণমূল প্রার্থী সোনালী গুহ
  • সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালী গুহকে গ্রেফতারের দাবি সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের।
  • সিপিএম এজেন্টকে মেরে বুথ থেকে বার করে দেওয়ার নির্দেশ সোনালী গুহর।
  • সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৬৪ শতাংশ।
  • EVM বিভ্রাটের প্রতিবাদে সাতগাছিয়ায় অবস্থান বিক্ষোভে তৃণমূল প্রার্থী সোনালী গুহ।
  • ফের শহরে উদ্ধার বোমা। দক্ষিণ কলকাতার কেয়াতলা এলাকা থেকে উদ্ধার তিনটি তাজা বোমা।
  • আরামবাগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
  • ক্যাম্পে দুইয়ের বেশি এজেন্ট বসায় নিষেধাজ্ঞা পুলিশের। দু'টির বেশি চেয়ার রাখাতেও নিষেধাজ্ঞা।
  • মগরাহাট এলাকায় বহিরাগতদের পেটাল পুলিশ।
  • বাইক-অটোর দৌরাত্ম ঠেকাতে তপসিয়ায় দোকান এবং মেটিয়াবুরুজে গোডাউন বন্ধ করে দিল পুলিশ।
  • আরামবাগে মাথা ফাটল সিপিএম নেতার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও তা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
  • 'বাম-কংগ্রেসকে জোটকে ঐতিহাসিক ভুল'। মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়।
  • সোনালি গুহকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী।একাধিক বুথে ঢোকার সময় তাঁকে বাধার মুখে পড়তে হয়। যদিও প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।
  • সোনারপুর দক্ষিণে বাম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • হুগলীর আরামবাগে রাজনৈতিক সংঘর্ষ। ওই কেন্দ্রের পুইন গ্রামে বচসা থেকে হাতাহাতি বাধে সিপিএম-তৃণমূল কর্মীদের মধ্যে। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উক্ত ঘটনায় একজনকে গ্রেফতার ক্রেছে পুলিশ।
    ভোট দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী চন্দ্র বোস
  • কেন্দ্রীয়বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা রেজ্জাক মোল্লার। বুথে ঢুকতে তাঁকে বাধা দেওয়ায় জওয়ানদের সঙ্গে বচসা বাধে ভাঙড়ের তৃণমূল প্রার্থীর।
  • বুথে ঢোকার সময় সিপিএম এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে বাহিনীর অভিযোগ বুথ জ্যম করছিল ওই এজেন্টরা।
  • কসবায় বহিরাগত রুখতে তল্লাসি কেন্দ্রীয় বাহিনীর। রাস্তায় বাস ও অন্যান্য গাড়ি থামিয়ে চলছে তল্লাসি।
  • ভবানীপুরের বিভিন্ন জায়গায় বহিরাগতদের দাপট। ওই কেন্দ্রে বহিরাগতদের খোঁজে তল্লাশি পুলিশের।
  • বাঘাযতীনে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙল তৃণমূল।
  • কমিশনের তালিকায় মৃত ব্যক্তি দাঁড়ালেন ভোটের লাইনে। দেখালেন বৈথ সচিত্র নির্বাচনী পরিচয়পত্র। ভবানীপুরের ঘটনা।
  • ভোট শুরু হতেই ছাপ্পার অভিযোগ ক্যানিং পশ্চিম কেন্দ্রে।ওই কেন্দ্রের ১১৮ নং বুথের ঘটনা।
  • যাদবপুরে বুথে বহিরাগতদের ঢোকার অভিযোগ। ওই কেন্দ্রের ১৩৪,১৩৫ ও ১৩৬ নং বুথের ঘটনা।
  • তারকেশ্বরে অসুস্থ ভোটারের ভোট দিলেন প্রিসাইডিং অফিসার। অভিযোগ করলেন NCP প্রার্থী।
  • হুগলীর আরামবাগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • মন্দিরবাজার কেন্দ্রের একটি বুথে বিরোধী এজেন্ট হিসেবে বসতে নারাজ গ্রামবাসীরা। শাসকদলের হুমকির ভয়েই গ্রামবাসীদের এহেন সিদ্ধান্ত বলে অভিযোগ।
  • হুগলীর মানকুন্ডুতে একটি সিপিএম ক্যাম্প অফিসের পাশ থেকে উদ্ধার বহু ভোটার স্লিপ।
  • বুথের বাইরে বহিরাগতদের তাণ্ডব টালিগঞ্জের ঢালিপাড়ায়।
    ভোট দিলেন সৌররভ গঙ্গোপাধ্যায়
  • ক্যানিং পশ্চিম কেন্দ্রে বাম এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
  • হরিপালের ২৪৬ নং বুথের ১০০মিটারের মধ্যে থাকা সিপিএম ও তৃণমূলের ক্যম্প অফিস সরাল পুলিশ।
  • তৃণমূলের বিরুদ্ধে বারুইপুর কেন্দ্রে এক কংগ্রেস কর্মী এবং তাঁর স্ত্রিকে মারধরের অভিযোগ।
  • হুগলীর হরিপালে বাম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী দীপা দাসমুন্সি।
  • তিলজলা থেকে শনিবার সকালে ফের উদ্ধার বোমা।
  • অম্বিকেশ মহাপাত্রের এক এজেন্টকে মারধর। ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী ও মেয়েকে ধর্ষণের হুমকি। অভিযোগ শাসকদল্লের বিরুদ্ধে।
  • মহেশতলার পর ভবানীপুরে ক্যাম্প অফিস ভাঙা হল তৃণমূল কংগ্রেসের।
  • ক্যানিং পশ্চিম কেন্দ্রে বুথের ভিতরে রাজ্য পুলিশ কর্মী থাকার অভিযোগ বিরোধীদের।
  • মহেশতলা কেন্দ্রের রামপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ বুথের ১০০ মিটারের মধ্যে বসানো হয়েছিল ওই নির্বাচনী ক্যাম্প।
  • EVM বিভ্রাটের জেরে ভোট গ্রহণ শুরু হল না কলকাতা বন্দর কেন্দ্রের একাধিক বুথে।
  • সোনারপুর দক্ষিণ কেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা প্রিসাইডিং অফিসারের।
  • বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ঢুকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়।
  • শুরুতেই যাদবপুরের ২৫০নং বুথের ইভিএম খারাপ। ইভিএম মেশিন ঠিক করার চেষ্টা চলছে।
  • শুরু হল ভোটগ্রহণ। (7.00 am)
  • চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
  • ভোট শুরুর আগেই হুগিলীর খানাকূলে সিপিএম এজেন্টকে হুমকির অভইযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

কলকাতাকে ছ’ উইকেটে হারিয়ে দিল মুম্বই


রোহিতের সংযম আর পোলার্ডের ঝড়৷নিটফল মুম্বই ইন্ডিয়ান্স ছ’উইকেটে জয়ী৷

১৮ ওভারে খেলা শেষ করে দিল মুম্বই৷
১৫ ওভার: হাতে আর পাঁচ ওভার৷ক্রিজে রোহিত ও পোলার্ড৷৩০ বলে প্রয়োজন ৪৯৷হাতে ছ’উইকেট৷ম্যাচের ভাগ্য পঞ্চাশ-পঞ্চাশ৷১৫ ওভার শেষে কেকআর-এর রানও এটাই ছিলো৷
ক্রিজে এলেন পোলার্ড৷
১৩ ওভার: দুর্দান্ত চাপে রোহিতের অসাধারণ হাফ-সেঞ্চুরি৷
১২.৬ ওভার: দুর্দান্ত ক্যাচ ক্রিস লিনের৷বাটলারকে ফেরালেন তিনি৷১৫ বলে ১৫ করে নারিনের বলে আউট হয়ে গেলেন তিনি৷
১২ ওভার: শতরান টপকে গেল মুম্বই৷
১০ ওভার: তিন উইকেট হারালেও মুম্বইকে ভরসা যোগাচ্ছে রোহিতের ব্যাট৷ভালো ফর্মে রয়েছেন তিনি৷
ক্রিজে এলেন জোস বাটলার৷
৮.৬ ওভার: অভিজ্ঞতা কথা বলল৷নারিন ফিরিয়ে দিলেন পান্ডিয়াকে৷পাঁচ বলে ছ’রান করলেন তিনি৷
ক্রিজে এলেন ক্রুনাল পান্ডিয়া৷
৬.৫ ওভার: ফর্মে থাকা রায়ডুকে ফেরালেন সাকিব৷পাঠানের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷২০ বলে ৩২ করলেন তিনি৷
পাঁচ ওভার: পার্থিবের উইকেট হারালেও রোহিত আর রায়ডু ধীরেধীরে এগিয়ে চলেছেন৷এইরকম পার্টনারশিপেরই দরকার৷
ক্রিজে এলেন আম্বাতি রায়ডু৷
২.১ ওভার: উমেশ যাদব আসতেই উইকেট পেল কেকেআর৷পার্থিব প্যাটেল ডাগ আউটে ফিরলেন৷দু’বলে একে রান করলেন তিনি৷
মুম্বইয়ের ব্যাটিং শুরু
...............................................................................................
মুম্বইয়ের টার্গেট ১৭৫
২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৪ তুলল কেকেআর৷ ক্রিজে এলেন পাঠান
১৭.২ ওভার: ফিরে গেলেন মারকুটে রাসেল৷সাউদির বলে ১৬ বলে ২২ রান করে আউট হলেন তিনি৷
ক্রিজে এলেন ক্রিস লিন
১৫.৫ ওভার: সাউদির বলে ক্যাচ আউট হয়ে গেলন সূর্য৷১৭ বলে ২১ করেছেন তিনি৷
ক্রিজে এলেন রাসেল৷
১৫ ওভার: চার উইকেট হারানো কেকেআর-এর সামনে অন্তীম পাঁচ ওভার৷এখানেই তাদের রান রোটেট করতে হবে৷
১৩.৫ ওভার:গম্ভীর আউট৷ম্যাকক্লেনাঘানের বলে পোলার্ডের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি৷৪৫ বলে ৫৯ করলেন তিনি৷
১২.৩ ওভার: অর্ধ-শতরান পূরণ করলেন গম্ভীর৷দারুণ ইনিংস৷
১২.০ ওভার: শতরানের গণ্ডী টপকাল কেকেআর৷
১০ ওভার: পরপর উথাপ্পা ও সাকিবের উইকেট হারিয়ে কিছুটা চাপে কেকেআর৷ক্রিজে আছেন ইন-ফর্ম ব্যাটসম্যান গম্ভীর৷সঙ্গে ধারাবাহিক ভাবে ভালো খেলা সূর্যকুমার৷
ব্যাট করতে এলেন সূর্যকুমার৷
৮.৫ ওভার: সাকিব আউট৷পান্ডিয়ার বাউন্সার পুল করতে গিয়ে পার্থিবের হাতে ক্যাচ আউট হয়ে বাংলাদেশের স্টার অলরাউন্ডার৷চার বলে ছ’রান করে ফিরলেন সাকিব৷
ব্যাট করতে এলেন সাকিব আল হাসান৷
৭.৪ ওভার: উথাপ্পা আউট৷হরভজনের বলে লং অনে পোর্লাডের হাতে ক্যাচে হাত আউট হলেন তিনি৷(২০ বলে ৩৬ রান করে আউট হলেন তিনি)
৭.১ ওভার: এবার জীবনদান পেলেন উথাপ্পা৷হরভজনের বল বিট করলেন তিনি৷কিন্তু স্টাম্প করার অনেকটা সময় পেয়েও সুযোগ হাতছাড়া করলেন পার্থিব৷
৬ওভার: পাওয়ার-প্লে’র শেষে কেকেআর-এর স্কোর ৫৯/০৷দাপটে ব্যাট করছেন গম্ভীররা৷
৫ ওভার: দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন গম্ভীর ও উথাপ্পা৷দু’ই ওপেনারের ব্যাটেই বড় রানের পথে কেকেআর৷
১.৫ ওভার: জীবনদান পেলেন গম্ভীর৷ম্যাকক্লেনাঘানের বলে তুলে মারতে গিয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়েছিলেন কলকাতার ক্যাপ্টেন৷কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করলেন টুর্নামেন্টের পার্পেল ক্যাপধারী৷
কেকেআর: রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, আর সতীশ, উমেশ যাদব, সুনীল নারিন ও জয়দেব উনাদকাট৷
(দলে দু’টি পরিবর্তন এনেছেন ক্যাপ্টেন৷ মর্নি মর্কেল ও পীযূষ চাওলা খেলছেন না৷ ক্রিস লিন ও জয়দেব উনাদকাট দলে এসেছেন)
মুম্বই: রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রায়ডু, জোস বাটলার, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হরভজন সিং, জসপ্রীত বুমরাহ, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনেঘান৷
(দল অপরিবর্তিত রেখেছেন ক্যাপ্টেন রোহিত)
পার্থিব প্যাটেল ও কায়রন পোলার্ড দু’জনেই আজ আইপিএল-এর শততম ম্যাচ খেলছেন৷
আইপিএল নাইনে মুম্বইয়ের মাঠে এটাই শেষ ম্যাচ৷

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

চতুর্থ দফার নির্বাচন LIVE 

  • কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট।    
বুথে ঢুকে পূর্ণেন্দু বসুর দাদাগিরি। বাগুইহাটির একটি বুথের ঘটনা।
    সিপিএম প্রার্থীকে হেনস্তা চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
    বাচ্চাকে নিগ্রহ-কান্ডে পুলিশের জালে দুই। অভিযুক্তরা সবাই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে।
    বেলা ৩টে পর্যন্ত কমিশনে জমা পড়ল দুহাজারেও বেশি অভিযোগ।
    দুপুর ১টায় মোটের উপর ভোট পড়ল ৫২.২২ শতাংশ
    ভোট দিতে পারলেন না মজিদ মাস্টার। তৃণমূলের হুমকির কারনে শাসন ছাড়া মজিদ।
    মিনিখাতে গ্রামবাসীকে গ্রাম থেকে বেরোতে বাধা। প্রায় ৩০০ জন গ্রামবাসীকে আটকে রাখার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
    আমডাঙ্গাতে তৃণমূল কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ। অবৈধভাবে জটলা, তা ভাংতেই ব্যাপক লাঠিচার্জ।
    হাড়োয়া বিধানসভার একটি বুথে ভোটারের হয়ে পোলিং এজেন্টের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক।
    কামারহাটিতে লকেটকে ভোট দিতে বাধা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
    ভাটপাড়ায় প্রিসাইংডিং আধিকারিকের সঙ্গে বচসা ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অর্জুন সিং।
    দমদমের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ।  ভাটপাড়া এলাকাতেও একাধিক বুথে ছাপ্পার অভিযোগ।
    বীজপুরে বিরোধী কর্মীদের হেনস্তার অভিযোগ। কেষ্টপুরে একাধিক ডিওয়াইএফআই অফিস ভাংচুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
    ব্যারাকপুর কেন্দ্রের বড়পোল দীপকনগর কলোনি এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১১৮. ১১৯ ও ১২০ নম্বর বুথের ভোটারদের হুমকি। অভিযোগ, বুথে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিককে হেনস্থা, অশ্রাব্য গালিগালাজ ও মারধর করা হয়। তাঁর পরিচয়পত্রও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিপিএম প্রার্থীকে উদ্ধার করেন।
    কামারহাটির বুথে হাজির বীরভূমের তৃণমূলনেতা। আশীস নামের ওই নেতা বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ।
    উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়ের গতিবিধির উপর নজরদারি চালানোর নির্দেশ দিল কমিশন। তাঁর বিরুধে অভিযোগ, তিনি ভোটারদের প্রভাবিত করেছেন এবং তৃণমূল এজেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।
    নির্বাচনে হিংসায় জড়িত থাকার অভিযোগে বীজপুর বিধানসভা কেন্দ্র থেকেই গ্রেফতার করা হল ২৬জনকে।
    হালিশহর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বোমাবাজি। গ্রেফতার ছয়।

    হালিশহরে আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর। ভাঙচুর চালানো হল বাড়িতে।
    ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত বামপ্রার্থী দেবাশীষ ভৌমিক। একইসঙ্গে দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আক্রান্ত, ফাটল মাথা। দুই ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে।
    উত্তর ২৪ পরগণায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২২.৬৩%। হাওড়ায় এই হার ২০.৩৪%। দুই জেলা মিললিয়ে গড়ে ২১.৮৭% শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়।
    পক্ষপাতীত্বের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন। মিনাখাঁর ঝুঝুরগাছা স্কুলের ঘটনা।
    ভাটপাড়ায় বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ অর্জউন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে। ভাটপাড়া কেন্দ্রের ১০৭, ১০৮ এবং ১০৯ নং বুথের ঘটনা।
    অরবিন্দ স্কুলের পর এবার সালকিয়ার শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে ফের তৃণমূল-কংগ্রেসের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়।
    উতর ২৪ পরগণার নোয়াপাড়ায় তৃণমূলের হাতে আক্রান্ত তিন ভোটার।
    বনগাঁয় ছিড়ল বিজেপির ফ্লেক্স। অভিযোগের তীর তৃণমূল-কংগ্রেসের দিকে।
    বিধাননগরের ডিবি ব্লকে ভোট দিলেন মৃত ব্যক্তি! মৃতের নাম সোমনাথ বসাক। কেউ একজন ওই ব্যক্তির নামে ভোট দিয়েছেন বলে অভিযোগ।
    উত্তর ২৪ পরগণার গাইঘাটার ১৮৮ এবং ১৯৫ নং বুথে খারাপ ইভিএম মেশিন। বন্ধ ভোট গ্রহণ। জোট প্রার্থীর নামাঙ্কিত বোতাম বিকল বলে অভিযোগ।
    নিউটাউনের এক বহিরাগতকে প্রকাশ্যে চড় পুলিশের। গ্রেফতার দুই বহিরাগত। নিউটাউনের যাত্রাগাছি এলাকার ঘটনা।
    পক্ষপাতীত্বের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সড়ানোর দাবি কামারহাটির এক বুথে।
    কামারহাটিতে গ্রেফতার তৃণমূলের এজেন্ট। ৩৫নং বুথের দায়িত্বে থাকা এজেন্ট ৩৯ নং বুথে ঢুকেছিল বলে অভিযোগ ওই তৃণমূল এজেন্টের বিরুদ্ধে।

    ডোমজুরের ২৪২ নং বুথে ছাপ্পা ভোটের ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমে।
    উত্তর হাওড়ায় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মহিলা ভোটারদের গায়ে হাত তোলার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে।
    কামারহাটি কেন্দ্রের দক্ষিণেশ্বরে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ।
    হালিশহরে আক্রান্ত বাম সমর্থক পরিবার। শাসকের মারের হাত থেকে বাদ পড়ল না তিন বছরের শিশু।
    উত্তর হাওড়ার একাধিক বুথে রিগিংয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায়।
    রাজারহাট-গোপালপুর কেন্দ্রের ১১৭/৭ বুথে খারাপ ইভিএম মেশিন।
    সল্টলেকের পয়েন্ট স্কুলে ১১৬ নং বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা।
    মধ্য হাওড়ার তিনটি বুথে ইভিএম বিভ্রাটের জেরে বন্ধ ভোট গ্রহণ।
    গন্ডগোলের অভিযোগে নিউ টাউনে গ্রেফতার তিন।
    কাঁচরাপাড়ায় আক্রান্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ভোটের লাইন থেকে বের করে মারধরের অভিযোগ। কাচরাপাড়ার সারদাদেবী স্কুলের ঘটনা।
    আধ ঘণ্টা পরেও হাওড়ার পাঁচ বুথে নেই বিরোধী এজেন্ট। লাগাতার হুমকির ভয়েই এই পরিস্থিতি বলে অভিযোগ
     দমদমের দু'টি বুথে বিরোধী এজেন্টকে বসতে বাধা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
    নিউ টাউনের ২৭নং ওয়ার্ডে সিপিএম এজেন্টকে মারধর করে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
    ব্যারাকপুরের পাঁচটি বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকে।
     ভোটারদের ভয় দেখানোর অভিযোগ খড়দহে। অভিযোগ তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে।
    শুরু হল ভোট গ্রহণ। (Update 7.00 am)
     ভোট গ্রহণ শুরুর ১৫মিনিট আগেই সংঘর্ষে উত্তপ্ত কামারহাটির নন্দননগর।


    বিগত নির্বাচনে ভোট লুটের থেকে শিক্ষা নয়েই সকাল-সকাল ভোটের লাইনে সাধারণ মানুষ।

     সকাল ৬টা থেকে বুথে বুথে পড়েছে ভোটারদের লম্বা লাইন।